মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

রাতভর অভিযানে ১৩ জনের দণ্ড

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গভীর রাতে অবৈধভাবে সরকারি জমি, নদী, খাল-বিল ও ফসলি জমির মাটি লুটে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতভর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গতকাল দুপুরে ১৩ জন মাটি ব্যবসায়ী ও ট্রাকচালককে কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা হয়েছে পাঁচটি ট্রাক ও একটি ভেকু। দণ্ড প্রাপ্তরা হলেন, রায়হান হোসেন, কামাল হোসেন, আবদুস কদ্দুস, মাসুদ রানা, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, আকবর হোসেন, ইমদাদুল হক, আব্বাস আলী, উসমান গনি, সহিদুল, শামীম হোসেন ও জাহাঙ্গীর আলম। এলাকাবাসী জানায়, প্রশাসনের নজর এড়িয়ে এক সময় প্রকাশ্যে বিভিন্ন এলাকার সরকারি জমি, নদী, খাল-বিল ও ফসলি জমির মাটি লুট করে নেওয়া হতো পাশের ইটভাটাগুলোতে। এ বিষয়ে নজরে এলে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে চলে যায়। আর এ মাটি লুটের সঙ্গে সরকারদলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরাও জড়িত বলে অভিযোগ উঠেছে। ওইদিন গভীর রাতে চানপুর এলাকায় লৌহজং নদীর তীর কেটে মাটি লুট করে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা।

সর্বশেষ খবর