দুই সপ্তাহ পেরিয়ে গেলেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ওয়ার্ড সচল করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে সংকটাপন্ন রোগীদের মৃত্যুঝুঁকি বাড়ছে। তবে কর্তৃপক্ষ বলছে, সংকটাপন্ন রোগীদের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে পাঠানোর প্রস্তুতি রয়েছে। জানা গেছে, ২০১২ সালের ১০ নভেম্বর রমেক হাসপাতালে আইসিইউ ওয়ার্ড চালু করা হয়। ওয়ার্ডটি চালুর এক দশকেও কোনো ধরনের সংস্কার কাজ হয়নি। ফলে যন্ত্রপাতিসহ সব কিছুই ছিল অত্যন্ত নাজুক অবস্থায়। গত ১১ মার্চ হঠাৎ করে অক্সিজেন লাইন লিকেজ হয়ে আগুন ধরে যায়। ফলে মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ওই ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী, ডাক্তার ও নার্সসহ সংশ্লিষ্টরা। তখন গ্যাস আউটলেট ও অক্সিজেন সঞ্চালনে সমস্যা দেখা দেয়। এরপর থেকে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ ইউনিট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে সংকটাপন্ন রোগী নিয়ে বিপাকে পড়েন স্বজনরা। ধনী ব্যক্তিরা সংকটাপন্ন রোগীদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিলেও গরিব সংকটাপন্ন রোগীরা বিপাকে পড়ছেন। বর্তমানে ওয়ার্ডটি বন্ধ থাকায় সেখানে কোনো রোগী নেই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, করোনা ডেডিকেটেড হাসপাতালের ১০ শয্যা আইসিইউ বেড খালি রয়েছে। জরুরি রোগীদের প্রয়োজন হলে সেখানে পাঠানো হবে। এদিকে আইসিইউ বন্ধ থাকায় সঠিক চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ উঠেছে। পীরগঞ্জের সাংবাদিক কামরুল ইসলাম, আবদুল করিমসহ বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, গত বুধবার করতোয়ার সাংবাদিক মোকছেদ আলী সরকার হৃদরোগসহ বেশ কিছু সমস্যায় অসুস্থ হলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
দুই সপ্তাহ ধরে অচল রমেক হাসপাতালের আইসিইউ
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর