শিরোনাম
বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

আবারও ভর্তির সময়সীমা বাড়িয়েছে কুবি

আসন ফাঁকা থাকায় আবারও ভর্তির সময়সীমা বৃদ্ধি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ৩০ মার্চের পর ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা থাকলেও শূন্য আসনে আগামী ১১ এপ্রিল পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা কমিটি ‘বি’ ইউনিটের প্রধান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা কমিটির গতকালের সভায় ১১ এপ্রিল পর্যন্ত ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এদিকে গত মাসের ২৭ ফেব্রুয়ারি নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে সময় তিন ইউনিটে ৮৬টি আসন খালি থাকলেও এক মাসেরও বেশি সময় পর শূন্য আসনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ এ। এরমধ্যে ‘ক’ ইউনিটে ১১, ‘খ’ ইউনিটে ৮৪ ও ‘গ’ ইউনিটে ৯টি আসন ফাঁকা রয়েছে বলে জানিয়েছে রেজিস্ট্রার দফতর। ভর্তির পরও অনেকে তা বাতিল করায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। -কুমিল্লা প্রতিনিধি

 

অবৈধভাবে বালু তোলায় আটক ৪

আড়াইহাজারে অবৈধভাবে বালু তোলার সময় চারজনকে আটক করা হয়েছে। মেঘনা নদীর উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে খাগকান্দা নৌ ফাঁড়ি পুলিশ তাদেরকে আটক করে। এ সময় মায়ের দোয়া নামে একটি লোডিং ড্রেজার ও জাবেলা নুর নামে একটি বাল্কহেড জব্দ করে পুলিশ। এ ঘটনায় বুধবার সকালে ড্রেজার ও বাল্কহেড জব্দ দেখিয়ে খাগকান্দা নৌ ফাঁড়ি ইনচার্জ গোলাম মোরশেদ তালুকদার বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেছেন। ওই দিন বিকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো মাসুদ হাওলাদার, রফিক হাওলাদার, জাকির হোসেন ও রফিক হাওলাদার। খাগকান্দা নৌ ফাঁড়ি ইনচার্জ গোলাম মোরশেদ তালুকদার জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এ অবৈধ বালু উত্তোলনের সঙ্গে কারা কারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। -আড়াইহাজার প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর