সীনাই খাল পুনঃখননে ৭ হাজার কৃষকের মুখে হাসি ফুটেছে। বিএডিসির কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় পুনঃখননকৃত সীনাই খালের উদ্বোধন করা হয়েছে গতকাল। খালটি পুনঃখননে হাসি ফুটেছে ৭ হাজারের বেশি কৃষকের মুখে। এই খাল পুনঃখনন কাজ উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, বিএডিসি চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ। বিএডিসির স্থানীয় কর্মকর্তা ও প্রকল্প দফতরের তথ্যমতে, সীনাই খালটি প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ১৪.৫০ কিলোমিটার পুনঃখনন করা হয়েছে। খালটি ভারতের আগরতলার আমতলী সীমান্ত থেকে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী, সুতারমুরা, রামপুর, গোসাইস্থল, বাড়াই, চণ্ডিদ্বার এবং বিনাউটি ইউনিয়নের ব্রাক্ষণগ্রাম, নেমতাবাদ হয়ে মজলিশপুর বিজনা নদীতে মিলিত হয়েছে। পলি জমে খালটি ভরাট হয়ে মৃতপ্রায় হয়েছিল। খালটির আশপাশের এলাকা বছরে ২-৩ দফায় বন্যায় প্লাবিত হতো। এতে দুই পাড়ের ফসল নষ্ট হয়ে যেত। অপরদিকে শুষ্ক ও সেচ মৌসুমে খালে পানি না থাকায় কৃষকরা বেকায়দায় পড়তেন। এ খাল পুনঃখননে দুই পাড়ের প্রায় ৬ হাজার ২৫০ একর জমি এক-দুই ফসলি জমি হতে তিন ফসলি হয়েছে। আগে যেখানে বছরে ১৫ হাজার মেট্রিক টন খাদ্যশস্য উৎপন্ন হতো খাল পুনঃখননে সেখানে প্রায় ৩০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন হবে। এতে ৭ হাজার ১১০টি কৃষক পরিবার উপকৃত হবে। আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, কৃষি নিয়ে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন পূরণে কাজ করছেন। এ খাল খননের মাধ্যমে কসবার মানুষের উপকার হয়েছে। কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু যেমনটি মনে করতেন কৃষি এবং কৃষকের উন্নতি হলে এ দেশের উন্নতি হবে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীও সেটাই মনে করেন। বিএডিসির চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ বলেন, বর্তমান সরকার সেচের ক্ষেত্রে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে গুরুত্ব দিয়েছে। ভূপরিস্থ সেচের পানির প্রাপ্যতা বৃদ্ধিতে ভরাট হয়ে যাওয়া খালসমুহ পুনঃখননের প্রয়োজনীয়তা অপরিসীম। প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর যে অনুশাসন রয়েছে দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সে নির্দেশনায় কাজ করে যাচ্ছে বিএডিসি।
শিরোনাম
- টেকসই উন্নয়নের জন্য বিপুল পরিমাণে গাছ লাগাতে হবে: রিজওয়ানা হাসান
- আমাদের আচরণ যেন আওয়ামী লীগের মতো না হয়: ড. মঈন খান
- ভুক্তভোগীর পরিবারের ইচ্ছায় ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাল ইরান
- নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালে জেলা পরিষদের ডেঙ্গু কিট প্রদান
- ‘জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি’
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও এক আসামি গ্রেফতার
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
সীনাই খাল পুনঃখননে কৃষকের মুখে হাসি
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর