শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

হাওরে পানি, ক্ষতিগ্রস্ত ৫০ বিঘা জমির ধান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন হাওর ও নদীতে পানি বাড়তে থাকে। এতে উপজেলার নাসিরপুর ও গোয়ালনগর এলাকায় নদীর তীরঘেঁষা নিচু জমিতে লাগানো প্রায় ৮০ বিঘা জমির ধান তলিয়ে যায়। পানি বাড়তে থাকায় হাওরের ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েন কৃষকরা। কয়েকজন কৃষক তাদের জমির আধাপাকা ধান কেটে ফেলেন। নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক জানান, পানি বাড়ায় নিচু জমিতে থাকা প্রায় ৫০ বিঘা জমির ধান নষ্ট হয়েছে।

সর্বশেষ খবর