২৯ মার্চের পর পিঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ার খবরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাড়তি পরিমাণে পিঁয়াজ আমদানি করেন বন্দরের আমদানিকারকরা। কিন্তু আমদানি বাড়লেও ক্রেতা সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিনেও আমদানিকৃত পিঁয়াজ বিক্রি করতে না পেরে অতিরিক্ত গরমের কারণে পিঁয়াজে পচন ধরেছে। বাধ্য হয়ে খানিকটা কম দামে পিঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন আমদানিকারকরা এতে করে লোকশানের মুখে পড়েছেন। এদিকে কম দামে পিঁয়াজ কিনতে পেরে খুশি পাইকারসহ নিম্ন আয়ের মানুষজন। এদিকে পূর্বের পিঁয়াজ বিক্রি না হওয়ায় নতুন করে পিঁয়াজ আমদানি বন্ধ রেখেছেন তারা। হিলিতে পিঁয়াজ কিনতে আসা নাজিম উদ্দিন বলেন, এইতো গুদাম থেকে পিঁয়াজ কিনলাম কমদামে ৫০ টাকা বস্তা হিসেবে। এগুলো নিয়ে পরিষ্কার করে ভালোগুলো বিক্রি করব। পিঁয়াজ কিনতে আসা আনন্দ বর্মণ বলেন, আগে তো পিঁয়াজের দাম ২০/২২ টাকা কেজি ছিল। এখন দাম কমে ১২/১৩ টাকা হয়েছে। তবে এখন খারাপ পিঁয়াজগুলোর দাম কমার কারণে এখান থেকে আমরা কম দামে কিনে নিয়ে সেগুলো পরিষ্কার করে বাছাই করে ভালোগুলো ১২/১৩ টাকা কেজি দরে বিক্রি করি। অপর পিঁয়াজ ক্রেতা শামিম হোসেন বলেন, আমরা এসব খারাপ পিঁয়াজ ক্রয় করে বাসায় নিয়ে বাছাই করে ভালো পিঁয়াজ বের করি। এর পর রোদে শুকিয়ে বা ফ্যানে শুকিয়ে আবার জয়পুরহাট, পাঁচবিবি, দিনাজপুরসহ বিভিন্ন হাটবাজারের মোকামে বিক্রি করছি। এতে করে আমাদের দুই টাকা বাড়তি আয় হচ্ছে যা দিয়ে সংসার চলছে। পিঁয়াজ কিনতে আসা বজলু শেখ বলেন, আমরা গরিব মানুষ বাজারে তো পিঁয়াজের দাম একটু বেশি ১৫ টাকা বা তার বেশি। কিন্তু এখানে একটু দাগি পিঁয়াজ পাওয়া যাচ্ছে কম দামে যার কারণে আমরা এখানে এসব পিঁয়াজ কিনতে আসছি। হিলি স্থলবন্দরের পিঁয়াজ আমদানিকারক শাহরিয়ার আলম বলেন, সরকার কর্তৃক পূর্ব ঘোষণা অনুযায়ী ২৯ মার্চের পরে পিঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাবে। বন্দর দিয়ে আর কোনো পিঁয়াজ আমদানি হবে না এমন খবরে ২৯ মার্চের মধ্যে বন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণে পিঁয়াজ আমদানি করা হয়েছে। যা দেশের বাজারে রমজানে বাড়তি চাহিদার তুলনার চেয়ে অনেক বেশি। যার কারণে আমাদের অনেক পিঁয়াজ বিক্রি না হওয়ায় বন্দর থেকে খালাস করে নিজস্ব গুদামে নামিয়ে রাখতে হয়েছে। এর ওপর সরকার নতুন করে ৫ মে পর্যন্ত পিঁয়াজ আমদানির সময়সীমা বৃদ্ধি করেছে। কিন্তু গত কয়েকদিনে পূর্বের আমদানিকৃত পিঁয়াজ বিক্রি না হওয়ায় এখনো নতুন করে পিঁয়াজ আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকরা। পূর্বে এত পরিমাণ পিঁয়াজ আমদানি হয়েছে যে গত সাত দিনেও শুধু ক্রেতা সংকটের কারণে এসব পিঁয়াজ বিক্রি সম্ভব হয়নি এখনো বেশ পরিমাণ পিঁয়াজ আমাদের গুদামে মজুদ রয়েছে। গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমের কারণে ইতোমধ্যেই মজুদকৃত পিঁয়াজে পচন ধরে নষ্ট হয়ে যাচ্ছে। ভালোমানের পিঁয়াজ ১৩/১৫ টাকা বিক্রি করছি। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে মার্চ মাস জুড়েই পিঁয়াজের আমদানি অব্যাহত ছিল। সেসময় গড়ে প্রতিদিন ৩০ থেকে ৪০ ট্রাক পিঁয়াজ আমদানি হতো। সর্বশেষ গত বৃহস্পতিবার বন্দর দিয়ে ৬৩টি ট্রাকে ১ হাজার ৬৯০ টন পিঁয়াজ আমদানি হয়েছিল।
শিরোনাম
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
হিলিতে পিঁয়াজের কেজি ১২ টাকা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর