২৯ মার্চের পর পিঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ার খবরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাড়তি পরিমাণে পিঁয়াজ আমদানি করেন বন্দরের আমদানিকারকরা। কিন্তু আমদানি বাড়লেও ক্রেতা সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিনেও আমদানিকৃত পিঁয়াজ বিক্রি করতে না পেরে অতিরিক্ত গরমের কারণে পিঁয়াজে পচন ধরেছে। বাধ্য হয়ে খানিকটা কম দামে পিঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন আমদানিকারকরা এতে করে লোকশানের মুখে পড়েছেন। এদিকে কম দামে পিঁয়াজ কিনতে পেরে খুশি পাইকারসহ নিম্ন আয়ের মানুষজন। এদিকে পূর্বের পিঁয়াজ বিক্রি না হওয়ায় নতুন করে পিঁয়াজ আমদানি বন্ধ রেখেছেন তারা। হিলিতে পিঁয়াজ কিনতে আসা নাজিম উদ্দিন বলেন, এইতো গুদাম থেকে পিঁয়াজ কিনলাম কমদামে ৫০ টাকা বস্তা হিসেবে। এগুলো নিয়ে পরিষ্কার করে ভালোগুলো বিক্রি করব। পিঁয়াজ কিনতে আসা আনন্দ বর্মণ বলেন, আগে তো পিঁয়াজের দাম ২০/২২ টাকা কেজি ছিল। এখন দাম কমে ১২/১৩ টাকা হয়েছে। তবে এখন খারাপ পিঁয়াজগুলোর দাম কমার কারণে এখান থেকে আমরা কম দামে কিনে নিয়ে সেগুলো পরিষ্কার করে বাছাই করে ভালোগুলো ১২/১৩ টাকা কেজি দরে বিক্রি করি। অপর পিঁয়াজ ক্রেতা শামিম হোসেন বলেন, আমরা এসব খারাপ পিঁয়াজ ক্রয় করে বাসায় নিয়ে বাছাই করে ভালো পিঁয়াজ বের করি। এর পর রোদে শুকিয়ে বা ফ্যানে শুকিয়ে আবার জয়পুরহাট, পাঁচবিবি, দিনাজপুরসহ বিভিন্ন হাটবাজারের মোকামে বিক্রি করছি। এতে করে আমাদের দুই টাকা বাড়তি আয় হচ্ছে যা দিয়ে সংসার চলছে। পিঁয়াজ কিনতে আসা বজলু শেখ বলেন, আমরা গরিব মানুষ বাজারে তো পিঁয়াজের দাম একটু বেশি ১৫ টাকা বা তার বেশি। কিন্তু এখানে একটু দাগি পিঁয়াজ পাওয়া যাচ্ছে কম দামে যার কারণে আমরা এখানে এসব পিঁয়াজ কিনতে আসছি। হিলি স্থলবন্দরের পিঁয়াজ আমদানিকারক শাহরিয়ার আলম বলেন, সরকার কর্তৃক পূর্ব ঘোষণা অনুযায়ী ২৯ মার্চের পরে পিঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাবে। বন্দর দিয়ে আর কোনো পিঁয়াজ আমদানি হবে না এমন খবরে ২৯ মার্চের মধ্যে বন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণে পিঁয়াজ আমদানি করা হয়েছে। যা দেশের বাজারে রমজানে বাড়তি চাহিদার তুলনার চেয়ে অনেক বেশি। যার কারণে আমাদের অনেক পিঁয়াজ বিক্রি না হওয়ায় বন্দর থেকে খালাস করে নিজস্ব গুদামে নামিয়ে রাখতে হয়েছে। এর ওপর সরকার নতুন করে ৫ মে পর্যন্ত পিঁয়াজ আমদানির সময়সীমা বৃদ্ধি করেছে। কিন্তু গত কয়েকদিনে পূর্বের আমদানিকৃত পিঁয়াজ বিক্রি না হওয়ায় এখনো নতুন করে পিঁয়াজ আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকরা। পূর্বে এত পরিমাণ পিঁয়াজ আমদানি হয়েছে যে গত সাত দিনেও শুধু ক্রেতা সংকটের কারণে এসব পিঁয়াজ বিক্রি সম্ভব হয়নি এখনো বেশ পরিমাণ পিঁয়াজ আমাদের গুদামে মজুদ রয়েছে। গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমের কারণে ইতোমধ্যেই মজুদকৃত পিঁয়াজে পচন ধরে নষ্ট হয়ে যাচ্ছে। ভালোমানের পিঁয়াজ ১৩/১৫ টাকা বিক্রি করছি। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে মার্চ মাস জুড়েই পিঁয়াজের আমদানি অব্যাহত ছিল। সেসময় গড়ে প্রতিদিন ৩০ থেকে ৪০ ট্রাক পিঁয়াজ আমদানি হতো। সর্বশেষ গত বৃহস্পতিবার বন্দর দিয়ে ৬৩টি ট্রাকে ১ হাজার ৬৯০ টন পিঁয়াজ আমদানি হয়েছিল।
শিরোনাম
- জাতিসংঘের আশ্রয়কেন্দ্রও ধ্বংস করল ইসরায়েল
- পিআর পদ্ধতি না বুঝলে বিএনপির রাজনীতি করা উচিত না: চরমোনাই পীর
- চাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু
- ভূরাজনৈতিক উত্তেজনায় বাড়লো এশিয়ায় এলএনজির দাম
- সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে : নাহিদ ইসলাম
- কাতারে হামলায় সৌদির আকাশপথ ব্যবহার করে ইসরায়েল, দাবি রিপোর্টে
- যে কারণে রাশিয়ার ওপর বড় নিষেধাজ্ঞা দিতে পারছেন না ট্রাম্প
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা, সরকারের তীব্র নিন্দা
- অক্টোবরের শুরুতেই চার দিনের সরকারি ছুটি
- ম্যাচ হারা নিয়ে যা বললেন লিটন
- রাজধানীতে চুরি হওয়া ২৫ লাখ টাকা উদ্ধার, যুবক গ্রেফতার
- কাতারে হামাস নেতাদের হত্যায় স্থল অভিযান চালাতে অস্বীকৃতি জানায় মোসাদ
- অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, দুই ছিনতাইকারী জীবিত নেই
- চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, চারজন গ্রেফতার
- মাদ্রিদে বারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২৫
- সাদাপাথর লুটের ঘটনায় পদ স্থগিত বিএনপি নেতা গ্রেফতার
- এনসিএল টি-টোয়েন্টি শুরু হচ্ছে আজ
- ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা শহীদ মিনারে, দাফন কুষ্টিয়ায়
- কাতারে জরুরি সম্মেলনে বসছে ইসলামিক দেশগুলো
হিলিতে পিঁয়াজের কেজি ১২ টাকা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রস্তাবে বাংলাদেশসহ ১৪২ দেশের সমর্থন
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উত্তজনা বাড়িয়ে পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা উত্তর কোরিয়ার
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম