শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শেখ হাসিনার সরকার কৃষকবান্ধব : মির্জা আজম

মাদারগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, এ সরকার কৃষকবান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকদের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি কৃষকদের বিনামূল্যে সার, বীজ এবং প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের নানা প্রণোদনাসহ সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছেন। মির্জা আজম বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার শুধু দেশের সম্পদ লুটেপুটে খেয়ে ফেলেছে। তাদের আমলে সারের জন্য কৃষককে জীবন দিতে হয়েছে। গতকাল সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা মির্জা কাশেম নূরুন্নাহার অডিটরিয়াম হলরুমে মাদারগঞ্জ উপজেলা কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপজেলা কৃষকলীগের সভাপতি মো. শামীম আহাম্মেদ দুদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. পুলক পারভেজের সঞ্চালনায় সম্মেলনে মির্জা আজম বলেন, সরকার কৃষকের কাজ সহজ করতে অর্ধেক ভর্তুকির মাধ্যমে প্রতিটি উপজেলায় ধান কাটার যন্ত্র কম্বাইন্ড হার্ভেস্টার দিচ্ছেন। শেখ হাসিনা দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও যাতায়াতসহ বিভিন্ন উন্নয়নমূলক মেগা প্রকল্পের কাজ চলমান রেখেছেন। মির্জা আজম আরও বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকেই পুনরায় নির্বাচিত করতে হবে। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, মোহাম্মদ আলী জিন্নাহ, অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ প্রমুখ।

ডা. নজরুল ইসলাম, আশরাফ হোসেন, বাবু জীবন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান বেলাল, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে মাদারগঞ্জ উপজেলা কৃষক লীগের মো. শামীম আহাম্মেদ দুদুকে সভাপতি ও মো. আসলাম উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে উপজেলা চত্বরে গণপূর্ত বিভাগের আওতাধীন কৃষক প্রশিক্ষণ কেন্দ্র দ্বিতল ভবনটি উদ্বোধন করা হয়।

 

সর্বশেষ খবর