বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পল্লীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একই পরিবারের ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে আবদুল খালেক নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। গত শুক্রবার রাতে উপজেলার মামুন হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় খাউলিয়া ইউপির সাবেক সদস্য মিজানুর রহমান জানান, শুক্রবার রাতে সাহরির সময় চীপাবাইখালী গ্রামের মামুন হাওলাদারের পরিবারের সদস্যদের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা সকালে গিয়ে দেখেন দরজা খোলা। ঘরের মধ্যে পরিবারের সবাই অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গৃহকর্তা আবদুল খালেকের অবস্থা আশঙ্কাজনক।
পরিবারের সবাই অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি থাকায় দুর্বৃত্তরা কী পরিমাণ মালামাল ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে তা জানা যায়নি।