রবিবার, ২২ মে, ২০২২ ০০:০০ টা

সেতু দেবে বিচ্ছিন্ন যোগাযোগ

দিনাজপুর প্রতিনিধি

সেতু দেবে বিচ্ছিন্ন যোগাযোগ

দিনাজপুর-পীরগঞ্জ আঞ্চলিক সড়কের বোচাগঞ্জের হলদিয়া নদীর ওপর মানিকপীর সেতু দেবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রিজটিতে ওঠার দুই পাশ দেবে যাওয়ায় এবং মাঝখানে গর্ত সৃষ্টি হওয়ায় সব ধরনের ভারি যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে ঠাকুরগাঁওয়ের চার উপজেলার মানুষ ও যানবাহন দিনাজপুরসহ ঢাকায় যাতায়াত করেন। এখন বিকল্প পথে ১২ কিলোমিটার রাস্তা ঘুরে চলাচল করতে হচ্ছে তাদের। জানা যায়, গত বৃহস্পতিবার ব্রিজটি দেবে যায়। পরদিন স্থানীয় প্রশাসন এই ব্রিজ দিয়ে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করে। স্থানীয়রা জানান, ওভারলোড যানবাহন চলাচল, অতিবৃষ্টি এবং সম্প্রতি ব্রিজের তলদেশ পর্যন্ত খনন করায় এ অবস্থা তৈরি হয়েছে। বোচাগঞ্জের নাফানগর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ বলেন, ব্রিজের দেবে যাওয়া স্থানে বালুর বস্তা ফেলে রেখেছেন। দুই পাশে টাঙিয়ে দিয়েছেন যানবাহন ও পথচারীদের সতর্কতা সাইন বোর্ড। বোচাগঞ্জ উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, তীব্র স্রোতে ব্রিজের তলদেশের বালু সরে যাওয়ায় দেবে যেতে পারে।

১৯৯৭ সালে নির্মিত এই ব্রিজ নতুন করে নির্মাণ করতে হবে। এ কারণে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর