মঙ্গলবার, ২৪ মে, ২০২২ ০০:০০ টা

হত্যা মামলায় নারীর যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীর মিঠুন হত্যা মামলায় জবা খাতুন নামের এক নারীকে যাবজ্জীবন কারাদ  ও ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গত রবিবার দুপুরে পাবনার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় ঘোষণা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ আগস্ট ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকা থেকে অটোরিকশাচালক মিঠুনকে (২৮) বাড়ি থেকে ডেকে নেয় জবা ও তার স্বামী সাগর। ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির পর রাতে সুগারক্রপ গবেষণা কেন্দ্রের পাশে নির্জন এলাকায় জবার সহযোগিতায় দা দিয়ে মিঠুনকে কুপিয়ে হত্যা করে সাগর। পরে তারা মরদেহ ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। ঘটনার আট দিন পরে মিঠুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়েরের পর পুলিশের তদন্তে জবা ও সাগরের হত্যায় সম্পৃক্ততা প্রমাণিত হয়। পরে ১৬৪ ধারায় স্বীকোরোক্তিমূলক জবানবন্দিতে সাগর ও জবা জানায়, মিঠুন জবাকে উত্ত্যক্ত করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে তারা।  রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক জানান, মামলার শুনানি ও যুক্তিতর্কে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি জবাকে যাবজ্জীবন কারাদ  ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ  দেন। রায় ঘোষণার সময় আসামি জবা আদালতে উপস্থিত ছিলেন। আসামি সাগর জেলহাজতে মারা গেছেন।

সর্বশেষ খবর