বুধবার, ২৫ মে, ২০২২ ০০:০০ টা

গৃহবধূ হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের মিঠাপুকুরে গৃহবধূ রেহেনা বেগম হত্যা মামলায় আসামি লাভলু মিয়াকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি লাভলু মিয়া কাঠগড়ায় ছিলেন। আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৬ জুলাই রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার শংকরপুর উত্তর পাড়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে লাভলু মিয়া চুরির উদ্দেশে পার্শ্ববর্তী শংকরপুর মধ্যপাড়া গ্রামের খোরশেদ আলমের মা রেহেনা বেগমের ঘরের জানালা দিয়ে ঘরে প্রবেশ করেন। ঘরের ড্রয়ার খুলে সেখানে মাত্র ১০০ টাকা পান। এরপর লাভলু মিয়া রেহেনা বেগমের কানের দুটি সোনার দুল জোর করে ছিনিয়া নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে কান থেকে দুটি দুল ছিনিয়ে নেয়। এ সময় রেহেনা বেগম লাভলুকে চিনতে পেরে তার নাম ধরে বলার সঙ্গে সঙ্গে আসামি তার সঙ্গে থাকা বড় পাথর দিয়ে রেহেনা বেগমের মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যা করে।

সর্বশেষ খবর