শিরোনাম
শনিবার, ২৫ জুন, ২০২২ ০০:০০ টা

সওজের জমি ফের দখলের হিড়িক

ফরিদপুর প্রতিনিধি

বোয়ালমারীতে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে রাখা ব্যক্তিদের উচ্ছেদের পর ফের  সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন প্রভাবশালীরা। বোয়ালমারী পৌরসভার ওয়াপদা মোড় থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বোয়ালমারীতে সওজের জমিতে অবৈধ দোকানঘর নির্মাণ করে স্থানীয় কিছু প্রভাবশালী বছরের পর বছর ধরে লাখ লাখ টাকা ভাড়া আদায় করছিলেন। কোনো কোনো অবৈধ দখলদার নিজেরাও সওজের জমি দখল করে ঘর তুলে ব্যবসা চালিয়ে আসছিলেন। গত ২ এপ্রিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভার ওয়াপদা মোড় থেকে ফায়ার সার্ভিস স্টেশন পর্যন্ত এ অভিযান চালানো হয়। এতে সড়ক ও জনপথ বিভাগের আড়াই একর জমি দখলমুক্ত করা সম্ভব হয়। ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল জানান, উচ্ছেদকৃত জায়গা ফের বেদখল হলে আবার নোটিস দিয়ে অবৈধ স্থাপনা পুনরায় উচ্ছেদ করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর