সোমবার, ২৭ জুন, ২০২২ ০০:০০ টা

বাংলাবান্ধায় ভিসা চালুর দাবি

পঞ্চগড় প্রতিনিধি

বাংলাবান্ধা-ফুলবাড়ী ইমিগ্রেশন রুটে ভারতীয় ভিসা চালুর দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল পঞ্চগড় চেম্বার অব কমার্স ভবনে সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ। সংগঠনটির সভাপতি আব্দুল লথিব তারিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক কুদরতি-খুদা-মিলন। এসময় তারা বলেন, ২০১৬ সালে বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন চেকপোষ্ট চালু হয়। ভারতীয় দূতাবাস ফুলবাড়ী রুটে ভিসা প্রদান শুরু করলে ভারতের সঙ্গে ব্যবসার পাশাপাশি যাতায়াতও শুরু হয়। কিন্তু ২০১৯ সালে কভিট ঠেকাতে ভারতে বিদেশি নাগরিকদের যাতায়াত বন্ধ করে দেয়। করোনা সংক্রমণ কমে গেলে ২০২১ সালের শুরুর দিকে বিভিন্ন রুটে ভিসা দেওয়া শুরু করে ভারতীয় সরকার।

সর্বশেষ খবর