টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তিনটি গ্রাম খুপিবাড়ী, লাহিড়বাড়ী ও ফসল। এই তিন গ্রামের কয়েক হাজার মানুষের একমাত্র রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আঙ্গারখোলা বাজার থেকে চাপড়ি পর্যন্ত বেহাল সড়কের কারণে বংশাই নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা তিনটি গ্রামের মানুষের দুর্ভোগের শেষ নেই। জানা যায়, তিন গ্রামের মানুষ এক সময়ে বংশাই নদী দিয়ে নৌকায় চলাচল করতেন। নদীটি মরে যাওয়ায় এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। স্থানীয় লোকজন বর্ষায় কোনোভাবে নৌকায় চলাচল করতে পারলেও শুষ্ক মৌসুমের একমাত্র ভরসা আঙ্গারখোলা বাজার থেকে চাপড়ি পর্যন্ত কাঁচা রাস্তা। ছেলে-মেয়েদের কাদাপানি মাড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। জরুরি কাউকে হাসপাতালে নিতে হলে পড়তে হয় বিড়ম্বনায়। একটি মাত্র রাস্তার অভাবে বর্তমান সরকারের নানা উন্নয়নের সুফল থেকে বঞ্চিত এ এলাকার মানুষ। তাদের দাবি, যত দ্রুত সম্ভব সড়কটি পাকা করার। খুপিবাড়ী গ্রামের সাবেক ইউপি সদস্য মোনায়েম খান বলেন, আমরা চিরদিন অবহেলিত রয়ে গেলাম। আগে বংশাই নদী দিয়ে নৌকায় যাতায়াত করতাম। এখন নদীতে নৌকাও চলে না। ভোটের আগে সব নেতাই রাস্তাটি পাকা করার কথা বলে যান। ভোট শেষে তাদের আর পাওয়া যায় না। লাহিড়বাড়ী গ্রামের গোপীনাথ বলেন, বাড়ি থেকে রাস্তায় বের হলে কষ্টে কান্না আসে। দেশে এত উন্নয়ন হচ্ছে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, তিনি যেন রাস্তাটি পাকা করার ব্যাপারে পদক্ষেপ নেন। সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম মিয়া বলেন, একটি রাস্তার অভাবে হাজার হাজার মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার লিখিত আবেদন জানিয়েও কাজ হচ্ছে না। উপজেলা প্রকৌশল অধিদফতর বলেছে, কাগজপত্র ওপরে পাঠানো হয়েছে, দ্রুতই কাজ হবে। ঘাটাইল উপজেলা উপ-সহকারী প্রকৌশলী এস এম শাহাদৎ হোসেন বলেন, সংগ্রামপুর ইউনিয়নের তিনটি গ্রামের একমাত্র রাস্তাটি দ্রুত পাকা করার জন্য স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের সুপারিশ পাঠানো হয়েছে। তবে রাস্তাটি বংশাই নদীর পাড় ঘেঁষে যাওয়ায় দ্রুত কাজ করা সম্ভব হচ্ছে না। কারণ রাস্তাটি করতে হলে আগে নদীর পাড় বাঁধতে হবে। এ জন্য বড় প্রকল্প দরকার।
শিরোনাম
- পরকীয়া প্রেমিকা ও তার স্বামীর হাতে খুন হলেন প্রেমিক!
- ঢামেকের সামনের ফুটপাতে মিলল বৃদ্ধার মরদেহ
- হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, স্ক্যান করে পাঠানো যাবে নথিপত্র
- যাত্রাবাড়ী থেকে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
- ২ ঘণ্টা পর টিকাটুলির ভবনের আগুন নিয়ন্ত্রণে
- দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে আঘাত করলো লাগেজ ট্রলি
- শরীরে ‘ইসলামিক’ ট্যাটু করা কি জায়েজ
- খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা
- পর্যটনের স্বপ্ন ফাইলেই বন্দি
- স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের মঞ্চে রিয়াল
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
তিন গ্রামের দুর্ভোগ ৪ কিমি সড়ক
বর্ষা মৌসুমে কাদাপানি মাড়িয়ে স্কুল কলেজে যায় ছেলে-মেয়ে
মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর