ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম ইফতেখার আজাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতির ব্যাপক অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের স্টাফ ও নার্সদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ফুঁসে উঠেছে হাসপাতালে কর্মরত নার্সসহ বিভিন্ন পদে চাকরিরত কর্মচারীরা। ডা. ইফতেখার আজাদের এসব অনিয়ম-দুর্নীতি ও অশালীন মন্তব্যের বিচার চেয়ে এবং দ্রুত তার বদলির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে হাসপাতালের সেবিকারা। অনিময়-দুর্নীতির প্রতিকার চেয়ে স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করা হয়েছে। ডা. ইফতেখার আজাদের নানা বিতর্কিত কর্মকান্ডে ফুঁসে উঠেছে স্থানীয়রাও। প্রাপ্ত অভিযোগ, ভুক্তভোগী ও হাসপাতাল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডা. ইফতেখার আজাদ ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি সালথা স্বাস্থ্য কমপ্লেক্সের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ ওঠে। নগরকান্দায় দায়িত্ব পাওয়ার পর থেকেই সে দুর্নীতির পাগলা ঘোড়ায় রূপান্তরিত হন। ২০১৪ সালে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি হাসপাতালের কর্মচারীদের ওপর স্টিমরোলার চালাতে থাকেন। কারণে অকারণে স্টাফদের গালমন্দ করা তার স্বভাব হয়ে দাঁড়ায়। অভিযোগ রয়েছে, হাসপাতালের বরাদ্দকৃত সরকারি ওষুধ রোগীদের মাঝে বিতরণ না করে বিভিন্ন ওষুধ কোম্পানির কাছ থেকে সুবিধা নিয়ে তাদের ওষুধ প্রেসক্রাইব করে থাকেন। হাসপাতাল থেকে কোনো রোগীকে বিনামূল্যে ওষুধ দেওয়া হলে সেই নার্স কিংবা চিকিৎসক তার রোষানলে পড়েন। এ কর্মকর্তা হাসপাতাল সংলগ্ন একটি ফার্মেসিতে চেম্বার বসিয়ে সার্বক্ষণিক রোগী দেখেন।
শিরোনাম
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশ
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
আপত্তিকর মন্তব্য করায় তোলপাড়
নগরকান্দা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর