শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা

পৃথক হত্যা মামলায় দুজনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও কুষ্টিয়া প্রতিনিধি

চারঘাটের মানসুর রহমান নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। অন্য আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার গতকাল এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি রোমান হোসেন সেতু (২৩) আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেতু চারঘাট উপজেলার দৌলতপুর গ্রামের মোফাজ্জেল হোসেন মোফার ছেলে। খালাস পাওয়া আসামির নাম ইবনে আকাওয়াদ শাওন। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এন্তাজুল হক বাবু জানান, ২০২০ সালরে ১৩ ডিসেম্বর গভীর রাতে দৌলতপুর গ্রামের ৭০ বছরের বৃদ্ধ মানসুর রহমানকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়। ওই রাতেই পুলিশ লাশ উদ্ধার করে। দ্রুতই চাঞ্চল্যকর এ হত্যার রহস্য উদ্ঘাটন করে পুলিশ। এদিকে কুষ্টিয়ায় ব্যবসায়ী আবুল কাশেমকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে গতকাল এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড হওয়া আসামি হলেন কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া জহির উদ্দিনের ছেলে আজাদ হোসেন (৫২)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন হাউজিং এলাকার মহিউদ্দিনের ছেলে মিন্টু হোসেন (৪৫)।

কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী বলেন, ২০১৪ সালের ১৪ আগস্ট রাতে শহরের এনএস রোডের ফুডকিং নামক ফাস্ট ফুডের দোকান মালিক আবুল কাশেম বাসায় ফিরছিলেন। পথে আসামিরা দলবদ্ধভাবে হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সর্বশেষ খবর