শিরোনাম
শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শেখ হাসিনাই পারেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে : ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশকে মানবিক, কল্যাণ রাষ্ট্রে পরিণত করার মহতি উদ্যোগ বাস্তবায়ন করে চলেছেন। এই মানবিক এবং কল্যাণকর কর্মসূচির অন্যতম হচ্ছে ঠিকানাবিহীন, আশ্রয়হীন ও গৃহহীন মানুষের জন্য আশ্রয়ণের ব্যবস্থা করা। সব ষড়যন্ত্র ও বাঁধা কাটিয়ে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে সাহসী নেতৃত্বের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে হুইপ বলেন, একমাত্র তিনিই (প্রধানমন্ত্রী) পারেন দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। দেশের উন্নয়ন তাকে ছাড়া সম্ভব নয়। গণভবন থেকে গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সারা দেশে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে আশ্রয়ন প্রকল্পের ঘর জমিসহ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এর অংশ হিসেবে দিনাজপুর সদর উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঘর হস্তান্তর অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম এ কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে কর্মকর্তা মর্তুজা আল মুঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বারিউল করিম খান, আসলাম উদ্দীন প্রমুখ।

সর্বশেষ খবর