শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা

ছয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় সরকারি আদেশ অমান্য করে রাতে দোকান ও অভিজাত বিপণি খোলা রাখায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হয়েছে। বুধবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। নেসকো-১ এর সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার ও জান্নাতুল নাঈম। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টায় দোকান ও শোরুম খোলা রাখায় শহরের সাতমাথায় লোটো, আরএফএলের দুটি শোরুম, দুটি ফার্নিচারের শোরুম এবং একটি টাইলসের দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এদিন সংযোগ বিচ্ছিন্নর পাশাপাশি ৯টি দোকানকে ১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর