সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

স্রোতে ভেঙে যাওয়া সংযোগ সড়কে ১০ গ্রামের বাসিন্দাদের ভোগান্তি

টাঙ্গাইল প্রতিনিধি

স্রোতে ভেঙে যাওয়া সংযোগ সড়কে ১০ গ্রামের বাসিন্দাদের ভোগান্তি

টাঙ্গাইলের দেলদুয়ারে এলেংজানী নদীর তীব্র স্রোতে ভেঙে যাওয়া সেতুর সংযোগ সড়ক -বাংলাদেশ প্রতিদিন

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সিলিমপুর-এলেংজানী সড়কে নির্মিত সেতুর একপাশের সংযোগ সড়ক পানির স্রোতে ভেঙে যাওয়ায় আশপাশের ১০ গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কয়েক লাখ মানুষ। গতকাল বিকালে এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত শুক্রবার বিকালে সেতুর সংযোগ সড়ক ভেঙে যায়। স্থানীয়রা জানান, বন্যার শুরুতেই সেতুর আশপাশে নদীভাঙন দেখা দেয়। একপর্যায়ে সেতুর কিছু অংশ ভেঙে গেলেও সংযোগ সড়ক ব্যবহার করে চলাচলে তেমন কোনো সমস্যা হয়নি। পুনরায় নদীর পানি কমতে থাকায় আবারও ভাঙন দেখা দিয়েছে। এতে এলেংজানী নদীর ওপর নির্মিত সেতুর একপাশের সংযোগ সড়ক ভেঙে চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে আশপাশের ১০টি গ্রামসহ চরাঞ্চলের মানুষ যোগাযোগে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।  মাইঠান ও দেউলি গ্রামের হাবিব, হাফিজুল, সবুজ জানান, এলেংজানী নদীতে পানি বাড়ার সময় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। তবে ভাঙনের হাত থেকে রক্ষায় কোনো ব?্যবস্থা নেওয়া হয়নি। পানি কমতে থাকায় সেতুর সংযোগ সড়কটি ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দেউলী ইউপি চেয়ারম?্যান তাহমিনা আকতার জানান, ভেঙে যাওয়া সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে থাকেন। কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় সেতুর এক পাশের সড়ক ভেঙে গেছে। দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী মাহমুদুল হাসান মারুফ জানান, দ্রুত ওই সংযোগ সড়কটি চলাচলের উপযোগী করা প্রয়োজন।

সর্বশেষ খবর