সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

গোপালগঞ্জে সাত খাল ভরাটে ভোগান্তি

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের সাতটি খাল কচুরিপানায় ও তলদেশ ভরাট হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক ও এলাকাবাসী। একদিকে যেমন জমির ধান কেটে বাড়িতে আনতে পারছেন না কৃষকরা, সেই সঙ্গে পানি পচে যাওয়ায় ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। দ্রুত কচুরিপানা অপসারণসহ খাল খননের দাবি স্থানীয়দের। জেলার সদর উপজেলার নিজড়া ইউনিয়নে রয়েছে সাতটি খাল। এসব খালের পানি নিজড়া, বটবাড়ী, বিদ্যাধর, নারকেলবাড়িসহ সাতটি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ রান্না-বান্নাসহ নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকেন। বিশেষ করে এসব খালের পানি ব্যবহার করে প্রায় ৫০ হাজার কৃষক ১০ হাজার একর জমিতে ফসল ফলিয়ে থাকেন। কচুরিপানায় ও খালের তলদেশ ভরাট হয়ে যাওয়ায় এসব খাল দিয়ে নৌকা না চলায় বিলের জমি থেকে ধান কেটে ঘরে তুলতে পরছেন না তারা। সেই সঙ্গে পানি প্রবাহ বন্ধ হয়ে পড়ায় খালের পানি পচে যাওয়ায় ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে।

সর্বশেষ খবর