সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

সহায়তার কার্ডের নামে প্রতারণা

রাজবাড়ী প্রতিনিধি

সহায়তার কার্ড দেওয়ার নামে ইউনিয়ন পরিষদ সদস্যদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদের সদস্য আছিয়া ও রাশিদা বেগম গতকাল সদর থানায় অভিযোগ করেছেন। জানা যায়, সহায়তার কার্ড দেওয়ার কথা বলে তাদের ফোন করেন রেড ক্রিসেন্টের কথিত অডিট অফিসার মামুন। তিনি প্রথমে বিনামূল্যে ১০টি কার্ডের কথা বলেন। বেশি কার্ড দরকার হলে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলার অনুরোধ করেন। ওই কর্মকর্তাকে টাকা দিলে কার্ড পাওয়া যাবে বলে প্রস্তাব দিলে আছিয়া ৬৫ হাজার ও রাশিদা ৫৭ হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রতারকদের কাছে পাঠান। এর পর থেকে প্রতারদের নম্বর বন্ধ।

এ ব্যাপারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজবাড়ী জেলার সদস্য ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার বলেন, ‘মানুষের এত লোভ কেন? একজন ফোন করে বলল টাকা দিতে। আর পরিষদের সদস্যরা টাকা দিয়ে দিলেন!’ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা বলেন, ‘মনে হচ্ছে ইউপি সদস্যদের প্রশিক্ষণের অভাব রয়েছে। এসব নিয়ে আমরা কাজ করব।’

সর্বশেষ খবর