শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ধরাছোঁয়ার বাইরে শিশু রাফসানের হত্যাকারীরা

ফরিদপুর প্রতিনিধি

ধরাছোঁয়ার বাইরে শিশু রাফসানের হত্যাকারীরা

ফরিদপুরের সদরপুরে আলোচিত রাফসান বয়াতি (৯) হত্যাকান্ডের দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে মামলার আসামিরা। সন্ত্রাসীদের হামলায় মারাত্মক আহত রাফসানের মা দিলজাহান রত্না বর্তমানে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে মৃত্যুশয্যায় রয়েছেন। শিশুপত্রকে হারিয়ে এবং স্ত্রীর সংকটাপন্ন অবস্থায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি এখন দিশাহারা। মামলার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং পুলিশ মহাপরিদর্শককে ‘তদন্ত করে বিচারের ব্যবস্থা করা হোক’ চিঠি দেওয়া হলেও এখনো আসামিরা গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, মামলা তুলে নিতে আসামিরা ইউপি চেয়ারম্যানকে আরও বড় ধরনের খেসারত দিতে হবে বলে হুমকি দিচ্ছে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন চেয়ারম্যান ও তার পরিবারের অন্য সদস্যরা। গত ১৮ মে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বয়াতির সদরপুরের বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলকারীরা চেয়ারম্যানের শিশুপুত্র রাফসানকে কুপিয়ে হত্যা করে এবং তার স্ত্রীকে কুপিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনার পর হামলাকারীদের একজন এরশাদ মোল্লা স্থানীয় জনগণের ধাওয়া খেয়ে স্থানীয় এলাকার টিঅ্যান্ডটির টাওয়ারে উঠে পড়ে। একপর্যায়ে সেখান থেকে লাফিয়ে পড়ে সে আত্মহত্যা করে। স্থানীয় এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, ঢেউখালী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতির সঙ্গে স্থানীয় প্রতিপক্ষের শত্রুতা চলছিল।

সর্বশেষ খবর