মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

অসুস্থ গরুর মাংস বিক্রি, জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি

অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চৌরাস্তা মোড়ে গত রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই গরুর মাংস পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হয়। জানা যায়, মাংস বিক্রেতা ওয়ান্নাস অসুস্থ একটি বাছুর কিনে জবাই করে মাংস বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন ঘটনাস্থলে যান। কসাই তার দোষ স্বীকার করেন। তখন জনসম্মুখে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে পশু জবাই ও মাংসের মাননিয়ন্ত্রণ-২০১১ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুন খান বলেন, কেউ যেন খাওয়ার অনুপযোগী মাংস বিক্রি করতে না পারে, সে ব্যাপারে সব ব্যবসায়ীকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া কোনো অসাধু ব্যবসায়ী ফ্রিজে রাখা মাংস যাতে বিক্রি করতে না পারেন সেটিও তদারকির জন্য হাট ইজারাদারকে বলা হয়েছে।

সর্বশেষ খবর