শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সম্মেলনের ভেনু নির্ধারণ নিয়ে দুই গ্রুপের ধস্তাধস্তি, উত্তেজনা

ধামরাই উপজেলা আওয়ামী লীগ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের ভেনু নির্ধারণ নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে ধামরাইজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ধামরাইয়ে আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে উপজেলা ত্রিবার্ষিক সম্মেলন। গতকাল এ সম্মেলন সফল করতে সিটি সেন্টারের হল রুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম রতন সম্মেলনের ভেনু ধামরাই হার্ডিঞ্জ উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে করার জন্য প্রতিষ্ঠানের সভাপতি বরাবর আবেদন করেন। কর্তৃপক্ষও তাদের মাঠ ব্যবহারের অনুমতি দেন। কিন্তু গতকাল সভায় সাবেক এমপি ওই মাঠে সম্মেলনের আপত্তি জানান এবং যাত্রাবাড়ী মাঠে করার প্রস্তাব দেন। এ নিয়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জানান, ভেনু নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আশা করি এটার অবসান ঘটবে। এ ব্যাপারে বর্তমান এমপি বেনজীর আহমদ জানান, প্রস্তুতি কমিটি হার্ডিঞ্জ মাঠে নির্ধারণ করেছে। এতে আমি সমর্থন দিয়েছি। তবে সাবেক এমপি এম এ মালেকের মোবাইল ফোনে চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

 

সর্বশেষ খবর