বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সপ্তাহে দুই দিন অফিস করেন শিক্ষা কর্মকর্তা

কিশোরগঞ্জ প্রতিনিধি

সোমবার মোবাইল ফোনে কথা হয় হাওর অধ্যুষিত ইটনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকিকুর রেজা খানের সঙ্গে। কথা বলার সময় জানান, তিনি কর্মস্থলে রয়েছেন। কিছুক্ষণ পর অফিসে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। কর্মচারীরা জানান, তিনি স্কুল ভিজিটে রয়েছেন। পুনরায় ফোন করলে তিনি জানান, করিমগঞ্জের চামটাঘাটে রয়েছেন, কর্মস্থলের দিকে আসছেন। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফোনে অবহিত করলে তিনি এ কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলে জানান, বিনা অনুমতিতে কর্মস্থলের বাইরে ছিলেন বলে তাঁর কাছে স্বীকার করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, শিক্ষা কর্মকর্তা সপ্তাহের মঙ্গল ও বুধবার অফিস করেন। বৃহস্পতিবার দুপুরে কর্মস্থল ত্যাগ করেন এবং সোমবার বিকালে অফিসে আসেন। আবার কোনো কোনো সপ্তায় একদমই আসেন না। তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের রয়েছে বিস্তর অভিযোগ। শিক্ষকরা জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে প্রত্যেক শিক্ষকের কাছ থেকে ১ হাজার করে ৭২ হাজার টাকা আদায় করেন তিনি। আরও অভিযোগ রয়েছে, ২০২১-২২ অর্থবছরে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির সাব কমপোনেন্ট নিড বেইজড ফার্নিচার কার্যক্রমের আওতায় মালামাল কেনার জন্য বরাদ্দ ৫০ হাজার টাকার পুরোটাই আত্মসাৎ করেছেন।

সর্বশেষ খবর