চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনুস সরণি স্কুল ও কলেজ মাঠে দীর্ঘদিন ধরে পশুর হাট বসায় বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। এদিকে দীর্ঘদিন শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও জাতীয় সংগীত গাওয়া হয় না বলে অভিযোগ উঠেছে। সরেজমিন জানা যায়, বাঙ্গাবাড়ী স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল নিকটাত্মীয় তাইস উদ্দিনকে প্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসানোর মৌখিক অনুমতি দিয়ে রেখেছেন। পরিপ্রেক্ষিতে সপ্তাহের প্রতি সোমবার ও বুধবার বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গরু-ছাগলের হাট বসে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। এমনিতেই বর্ষার সময় প্রতিষ্ঠানের মাঠ পানিতে ডুবে থাকে। তার ওপর সপ্তাহে দুই দিন হাট বসিয়ে প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করা হচ্ছে। এ নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের অফিস সহকারী ও পশু হাটের তথাকথিত ইজারাদার তাইস উদ্দিন বলেন, প্রতি বছর ৮ হাজার টাকা হিসেবে ২০১৫ সাল থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছ থেকে পশুর হাট ইজারা নিয়ে হাট পরিচালনা করে আসছেন। হাট বসানোর ফলে শিক্ষাকার্যক্রম কিছুটা হলেও ব্যাহত হচ্ছে বলে স্বীকার করেন তিনি। অন্যদিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তফা কামাল জানান, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাইস উদ্দিনকে প্রতি বছর ৫ হাজার টাকার চুক্তিতে হাট বসানোর অনুমতি দেওয়া আছে এবং ইজারার টাকা নিয়মিত ব্যাংকে জমা দেওয়া হয়। হাট বসানোর কারণে শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে বলে তিনিও স্বীকার করেন। তিনি আরও বলেন, তিনি ব্যবস্থাপনা কমিটিকে সঙ্গে নিয়ে হাট বন্ধ করার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু ইজারাদারের কারণে এটা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্কুল ও কলেজ মাঠে হাট বসানো বেআইনি। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে হাটের ইজারাদারকে ডেকে পাঠানো হয়েছে পশুর হাট বন্ধ করার জন্য। তাই তিনি এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- দেশের সব গ্যাস কূপে ড্রিলিং কাজ ৭২ ঘণ্টা বন্ধ রাখার পরামর্শ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
স্কুলমাঠে গরু-ছাগলের হাট শিক্ষাকার্যক্রম ব্যাহত
ইজারাদারকে দুষছে ব্যবস্থাপনা কমিটি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর