চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনুস সরণি স্কুল ও কলেজ মাঠে দীর্ঘদিন ধরে পশুর হাট বসায় বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। এদিকে দীর্ঘদিন শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও জাতীয় সংগীত গাওয়া হয় না বলে অভিযোগ উঠেছে। সরেজমিন জানা যায়, বাঙ্গাবাড়ী স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল নিকটাত্মীয় তাইস উদ্দিনকে প্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসানোর মৌখিক অনুমতি দিয়ে রেখেছেন। পরিপ্রেক্ষিতে সপ্তাহের প্রতি সোমবার ও বুধবার বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গরু-ছাগলের হাট বসে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। এমনিতেই বর্ষার সময় প্রতিষ্ঠানের মাঠ পানিতে ডুবে থাকে। তার ওপর সপ্তাহে দুই দিন হাট বসিয়ে প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করা হচ্ছে। এ নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের অফিস সহকারী ও পশু হাটের তথাকথিত ইজারাদার তাইস উদ্দিন বলেন, প্রতি বছর ৮ হাজার টাকা হিসেবে ২০১৫ সাল থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছ থেকে পশুর হাট ইজারা নিয়ে হাট পরিচালনা করে আসছেন। হাট বসানোর ফলে শিক্ষাকার্যক্রম কিছুটা হলেও ব্যাহত হচ্ছে বলে স্বীকার করেন তিনি। অন্যদিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তফা কামাল জানান, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাইস উদ্দিনকে প্রতি বছর ৫ হাজার টাকার চুক্তিতে হাট বসানোর অনুমতি দেওয়া আছে এবং ইজারার টাকা নিয়মিত ব্যাংকে জমা দেওয়া হয়। হাট বসানোর কারণে শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে বলে তিনিও স্বীকার করেন। তিনি আরও বলেন, তিনি ব্যবস্থাপনা কমিটিকে সঙ্গে নিয়ে হাট বন্ধ করার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু ইজারাদারের কারণে এটা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্কুল ও কলেজ মাঠে হাট বসানো বেআইনি। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে হাটের ইজারাদারকে ডেকে পাঠানো হয়েছে পশুর হাট বন্ধ করার জন্য। তাই তিনি এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
- ছাগলনাইয়ায় ধানের শীষের পথসভা অনুষ্ঠিত
- চট্টগ্রাম বন্দরে আমদানি-নিষিদ্ধ ৬০ টন ঘনচিনি জব্দ
- রাজশাহী স্টেশনে ঢালারচর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
- সার্টিফিকেট নয়, দক্ষ মানবসম্পদ গড়াই বাউবির লক্ষ্য: উপাচার্য
- বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- গাজা চুক্তি নিয়ে আলোচনা করতে ইসরায়েল যাচ্ছেন মিসরের গোয়েন্দা প্রধান
- নারায়ণগঞ্জে শহীদ জিয়া হল পুনঃনির্মাণের দাবি
- যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েলে উড়ে গেলেন জেডি ভ্যান্স
- প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় বিএনপি প্রতিনিধি দল
- গাজায় ত্রাণ প্রবেশে ‘জরুরি ব্যবস্থা’ নেওয়ার আহ্বান ম্যাক্রোঁর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- নেতানিয়াহুর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
- শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, প্রত্যাশা প্রধান উপদেষ্টার
স্কুলমাঠে গরু-ছাগলের হাট শিক্ষাকার্যক্রম ব্যাহত
ইজারাদারকে দুষছে ব্যবস্থাপনা কমিটি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর