চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনুস সরণি স্কুল ও কলেজ মাঠে দীর্ঘদিন ধরে পশুর হাট বসায় বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। এদিকে দীর্ঘদিন শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও জাতীয় সংগীত গাওয়া হয় না বলে অভিযোগ উঠেছে। সরেজমিন জানা যায়, বাঙ্গাবাড়ী স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল নিকটাত্মীয় তাইস উদ্দিনকে প্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসানোর মৌখিক অনুমতি দিয়ে রেখেছেন। পরিপ্রেক্ষিতে সপ্তাহের প্রতি সোমবার ও বুধবার বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গরু-ছাগলের হাট বসে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। এমনিতেই বর্ষার সময় প্রতিষ্ঠানের মাঠ পানিতে ডুবে থাকে। তার ওপর সপ্তাহে দুই দিন হাট বসিয়ে প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করা হচ্ছে। এ নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের অফিস সহকারী ও পশু হাটের তথাকথিত ইজারাদার তাইস উদ্দিন বলেন, প্রতি বছর ৮ হাজার টাকা হিসেবে ২০১৫ সাল থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছ থেকে পশুর হাট ইজারা নিয়ে হাট পরিচালনা করে আসছেন। হাট বসানোর ফলে শিক্ষাকার্যক্রম কিছুটা হলেও ব্যাহত হচ্ছে বলে স্বীকার করেন তিনি। অন্যদিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তফা কামাল জানান, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাইস উদ্দিনকে প্রতি বছর ৫ হাজার টাকার চুক্তিতে হাট বসানোর অনুমতি দেওয়া আছে এবং ইজারার টাকা নিয়মিত ব্যাংকে জমা দেওয়া হয়। হাট বসানোর কারণে শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে বলে তিনিও স্বীকার করেন। তিনি আরও বলেন, তিনি ব্যবস্থাপনা কমিটিকে সঙ্গে নিয়ে হাট বন্ধ করার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু ইজারাদারের কারণে এটা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্কুল ও কলেজ মাঠে হাট বসানো বেআইনি। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে হাটের ইজারাদারকে ডেকে পাঠানো হয়েছে পশুর হাট বন্ধ করার জন্য। তাই তিনি এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- বাংলাদেশের সঙ্গে ভারত উত্তেজনা চায় না: রাজনাথ সিং
- দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ফিলিপাইন
- ইউরোপের একটিমাত্র দেশকে রাশিয়ার তেল কেনার সুযোগ দেবেন ট্রাম্প!
- ডায়বেটিসসহ যেসব রোগ থাকলে নাও মিলতে পারে মার্কিন ভিসা
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
স্কুলমাঠে গরু-ছাগলের হাট শিক্ষাকার্যক্রম ব্যাহত
ইজারাদারকে দুষছে ব্যবস্থাপনা কমিটি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর