শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

রংতুলিতে ফুটিয়ে তুলছে দেবী দুর্গাকে

সিরাজগঞ্জ প্রতিনিধি

কদিন পরই সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গা আসছেন মর্ত্যলোকে। তার আগমন ঘিরে তাই এখন ব্যস্ত সময় সিরাজগঞ্জের পালপাড়ার প্রতিমা তৈরিীর কারিগররা। ধরণীর শক্ত মাটি নরম করে নিপুণ হাতে গড়েছে দেব-দেবীর অবয়ব। শেষ মুহূর্তে রংতুলির আঁচড়ে ফুটিয়ে তুলছে প্রতিমাগুলোকে। বিভিন্ন মন্ডপ ও পালপাড়ায় সরেজমিন ঘুরে দেখা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের ভদ্রঘাটের পালপাড়াসহ মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরির ধুম পড়েছে। সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে নানা ডিজাইনের প্রতিমা তৈরি করেছেন কারিগরা। প্রতিমার সৌন্দর্য বৃদ্ধি করতে নারীরা নিপুণ হাতে পরম যতেœ দেবীর মুকুট, হাতের বাজু, গলার মালা, শাড়ির পাড়, প্রিন্ট, ঠাকুরের চুল ও মাথা তৈরি করছে। আর পুরুষরা সেগুলো সঠিকভাবে লাগিয়ে মাটির প্রলেপ লাগিয়ে অবয়বে রূপ দিচ্ছে। আবার কেউ কেউ রংতুলিতে নানা রঙে রাঙিয়ে দেবীকে ফুটিয়ে তুলছে। প্রতিবছর জেলার তৈরি প্রতিমাগুলো জেলা ছাড়াও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিক্রি করা হয়ে থাকে। তবে এ বছর প্রতীমা তৈরিীর জন্য বাঁশ-খড় ও রংসহ উপকরণের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় তেমন লাভবান হবেন না বলে জানান কারিগররা। কারিগর বিশা রানী পাল জানান, আর মাত্র কদিন বাকি রয়েছে। মহালয়ার মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে। তাই আমাদের ব্যস্ততা বেড়ে গেছে। সময় মতো মন্দিরগুলোতে প্রতিমা ডেলিভারি দেওয়ার জন্য রাতদিন পরিশ্রম করতে হচ্ছে।

রং কারিগর শুভ জানান, দেবী মাতাকে ফুটিয়ে তুলতে রংতুলি দিয়ে নানা আল্পনা আঁকানো হচ্ছে। হাতের বালা, শাড়ির পাড় ও  গলার মালায় রংতুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে।

সর্বশেষ খবর