পাবনা জেলা আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার হিসেবে নিযুক্ত হওয়ায় পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুর সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ির হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে উপস্থিত লোকজন এদিক সেদিক ছোটাছুটির সময় বেশ কয়েকজন আহত হয়। পরে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু ডেপুটি স্পিকার নিযুক্ত হওয়ায় পাবনা জেলা আওয়ামী লীগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বেলা ১২টার দিকে পাবনা জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক দফতর সম্পাদক অ্যাডভোকেট আবদুল আহাদ বাবুর সঞ্চালনায় ওই অনুষ্ঠানে উপস্থিত নেতারা বক্তব্য দিচ্ছিলেন।