হবিগঞ্জের বাহুবলে নিখোঁজের নয় দিনেও সন্ধান মিলেনি তিন মাদরাসা ছাত্রের। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। এ ঘটনায় বাহুবল মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বলছে, তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।
নিখোঁজরা বাহুবল উপজেলার জামেয়া মাহমুদিয়া হামিদনগর মাদরাসার ছাত্র। পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর পৃথক সময়ে বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামের হাফেজ আব্দুস শহিদের ছেলে জাকারিয়া মিয়া (১৩), নিজগাঁও গ্রামের পাকু মিয়ার ছেলে আব্দুল ওয়াহিদ (১৪) ও হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব কাটাখালী গ্রামের ফিরোজ আলীর ছেলে রাহিম উদ্দিন (১৪) মাদরাসা থেকে নিখোঁজ হয়। বাহুবল মডেল থানার ওসি বলেন, তিন ছাত্রকে খুঁজে বের করার চেষ্টা চলছে।