সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ছয়টি ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ করেছেন দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসী। পাইলট স্কুলের সামনে থেকে গতকাল সকালে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেন তারা। এ সময় আগামী সাত দিনের মধ্যে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান। পরে সদর ইউএনও রিফাত ফেরদৌস দ্রুত জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা উপজেলা পরিষদ কার্যালয় ত্যাগ করে। জানা যায়, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় ও সেহারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথে প্রায় দুই বছর ধরে হাঁটুপানি জমে আছে। জলাবদ্ধতার পাশাপাশি বিভিন্ন শিল্প কারখানা দূষিত তরল বর্জ্যরে কারণে দুর্বিষহ হয়ে পড়েছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জীবন। নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস বলেন, আমরা এই সমস্যা নিয়ে এর আগেও বসেছি। ওই এলাকার জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি চারটি সড়ক ড্রেনসহ নির্মাণের জন্য সদর উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে।