শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার ১০ কর্মী

কুমিল্লা প্রতিনিধি

সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার ১০ কর্মী

কুমিল্লার দেবিদ্বারে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পল্লী বিদ্যুতের ১০ জন কর্মী হামলার শিকার হয়েছেন। ওই ঘটনায় দেবিদ্বার জোনাল কার্যালয়ের এ জি এম আদিত্য চক্রবর্তী বাদী হয়ে গতকাল থানায় মামলা করেছেন। জানা যায়, দেবিদ্বার উপজেলার এলাহাবাদ পূর্বপাড়ার লিটন মেম্বারবাড়ির নবী মিয়ার পাঁচ মাসের বিদ্যুৎ বিল বকেয়া পড়ে। তার মিটার থেকে সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুৎকর্মীদের ওপর হামলা করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, ছয় সদস্যের একটি দল বুধবার এলাহাবাদ গ্রামের বকেয়া বিদ্যুৎ বিলের মিটার সংযোগ বিচ্ছিন্ন করতে যান। কয়েকটি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করার পর নবী মিয়ার সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি বাধা দেন। পরে একই এলাকায় কর্মরত ছয় সদস্যের অন্য একটি দল ঘটনাস্থলে আসেন। এ সময় বিদ্যুৎ বিভাগের লোকজনের সঙ্গে নবী মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে বাড়ির লোকজন তাদের ওপর হামলা করে। এতে ১০ জন আহত হন। পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর দেবিদ্বার জোনাল অফিসের ডিজিএম দীপক সিংহ বলেন, বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা আমাদের নিয়মিত অভিযান। বকেয়া বিদ্যুৎ বিলের মিটার সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এলাহাবাদে আমাদের লোকদের মারধর করা হয়।

সর্বশেষ খবর