শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসাসেবা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসাসেবা

কালিয়াকৈর উপজেলার একমাত্র সরকারি হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যার এ হাসপাতাল ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সম্প্রতি ভবনের দ্বিতীয় তলায় নার্সদের বসার স্থানে ছাদের কিছু অংশ ধসে পড়ে। ভবনের ভিতরেও ছাদের পলেস্তারা খসে পড়ছে। ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা। চিকিৎসক ও রোগীরাও রয়েছেন আতঙ্কে। সূত্র জানান, কালিয়াকৈরে ৩ লক্ষাধিক লোকের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তোলে সরকার। ২০১২ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও নতুন জনবল নিয়োগ দেওয়া হয়নি। প্রয়োজনীয় সংস্কার না করায় ভবনটি হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। দেয়ালে ফাটল ধরেছে। খসে পড়ছে পলেস্তারা। রোগীরা জানান, ভিতরে ঢুকতে ভয় লাগে। কখন যে ছাদ ধসে মাথায় পড়ে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল বেলাল বলেন, ‘এটা পুরনো ভবন। সংস্কারের জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ কালিয়াকৈরের ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ‘বিষয়টি স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।’

সর্বশেষ খবর