সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

লাকসামে সরকারি খালে বাঁধ নির্মাণের হিড়িক

লাকসাম প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ও আশপাশের এলাকার একমাত্র সরকারি খালে বাঁধ নির্মাণের হিড়িক পড়েছে। আধা কিলোমিটার এলাকায় আট স্থানে বাঁধ দিয়ে বহুতল ভবনের রাস্তা নির্মাণ করেছেন প্রভাবশালীরা। এতে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে বাজারের ব্যবসায়ী ও কৃষি জমির মালিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানায়, নাঙ্গলকোট বাজার ও আশপাশের এলাকার পানি নিষ্কাশনে একমাত্র সরকারি খালটির প্রস্থ ১১ ফুট। এক পাড়ে রয়েছে লাকসাম-নাঙ্গলকোট সড়ক, অন্য পাড়ে বিপুলসংখ্যক কৃষি জমি। খালপাড়ে তৈরি হচ্ছে একের পর এক বহুতল ভবন। ভবনে যাওয়ার বিকল্প রাস্তা না থাকায় ভরাট করা হচ্ছে খালটি। ইতোমধ্যে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে স্টিলব্রিজ পর্যন্ত আধা কিলোমিটার খালের আট স্থানে বাঁধ দেওয়া হয়েছে। খালপাড়ে ভবন যত বাড়ছে বাঁধ তৈরিও ততই বাড়ছে। স্থানীয় ব্যবসায়ী আশ্রাফুল আলম উজ্জ্বল জানান, নাঙ্গলকোট পৌর সদরের অধিকাংশ পানি এ খাল দিয়ে নিষ্কাশন হয়। ভবন নির্মাতারা খালে বাঁধ দিয়ে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। আমি বিষয়টি পৌর মেয়রসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর প্রতিকার দাবি করছি। হরিপুর গ্রামের আবুল  বশর বলেন, বাড়ির মালিকরা তাদের সুবিধার্থে খালে বাঁধ নির্মাণ করছেন। এতে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে আমাদের কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এর       প্রতিকার চাই। নাঙ্গলকোট পৌর মেয়র আবদুল মালেক বলেন, সরকারি খালের বাঁধ অপসারণ ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর