ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে দেদার তোলা হচ্ছে বালু। পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ বালু দিয়ে ভরাট করা হচ্ছে পুরনো জলাশয়। এতে একদিকে যেমন ফসলি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে, অন্যদিকে পরিবেশের ওপর বিরূপ প্রভাব এবং পাশর্^বর্তী জমি পড়েছে হুমকির মুখে। ভুক্তভোগীদের অভিযোগ, গভীরভাবে খনন করে বালু তোলায় পাশের জমিতে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। কখন জমি ভেঙে গর্তে পড়ে এমন আতঙ্ক সৃষ্টি হয়েছে কৃষকদের মধ্যে। স্থানীয় সূত্র জানায়, সরাইল উপজেলার বেরতলা মোজাহিদ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের তিনটি জমি থেকে অপরিকল্পিতভাবে ড্রেজিং করে বালু-মাটি উত্তোলন করা হচ্ছে। উত্তোলন করা বালু ও মাটি বিক্রির পাশাপাশি পুরনো জলাশয় ভরাট করা হচ্ছে। স্থানীয় কৃষদের অভিযোগ, একটি চক্র বিভিন্নভাবে মাঠের মাঝখানের কিছু জমি কৌশলে কিনে ড্রেজার মেশিন স্থাপন করে মাটি কেটে অন্যত্র বিক্রয় করছে। পাশাপাশি চলছে পুকুর কিংবা অন্য ফসলি জমি ভরাটের কাজ। ৫০-৬০ ফুট গভীর থেকে মাটি ও বালি উত্তোলনের কারণে আশপাশের তিন ফসলের জমি ডোবায় পরিণত হচ্ছে। এতে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সুশান্ত সাহা বলেন, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখব। পরিবেশ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক খালেদ হোসেন বলেন, যেকোনো ভূমির শ্রেণি পরিবর্তনের জন্য অনুমতি লাগবে। জলাশয় ভরাটের বিষয়টির খবর নেব। সরাইলের ইউএনও আরিফুল হক মৃদুল বলেন, বিষয়টি আমাদের জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
ফসলি জমি থেকে বালু তোলার হিড়িক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর