ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে দেদার তোলা হচ্ছে বালু। পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ বালু দিয়ে ভরাট করা হচ্ছে পুরনো জলাশয়। এতে একদিকে যেমন ফসলি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে, অন্যদিকে পরিবেশের ওপর বিরূপ প্রভাব এবং পাশর্^বর্তী জমি পড়েছে হুমকির মুখে। ভুক্তভোগীদের অভিযোগ, গভীরভাবে খনন করে বালু তোলায় পাশের জমিতে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। কখন জমি ভেঙে গর্তে পড়ে এমন আতঙ্ক সৃষ্টি হয়েছে কৃষকদের মধ্যে। স্থানীয় সূত্র জানায়, সরাইল উপজেলার বেরতলা মোজাহিদ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের তিনটি জমি থেকে অপরিকল্পিতভাবে ড্রেজিং করে বালু-মাটি উত্তোলন করা হচ্ছে। উত্তোলন করা বালু ও মাটি বিক্রির পাশাপাশি পুরনো জলাশয় ভরাট করা হচ্ছে। স্থানীয় কৃষদের অভিযোগ, একটি চক্র বিভিন্নভাবে মাঠের মাঝখানের কিছু জমি কৌশলে কিনে ড্রেজার মেশিন স্থাপন করে মাটি কেটে অন্যত্র বিক্রয় করছে। পাশাপাশি চলছে পুকুর কিংবা অন্য ফসলি জমি ভরাটের কাজ। ৫০-৬০ ফুট গভীর থেকে মাটি ও বালি উত্তোলনের কারণে আশপাশের তিন ফসলের জমি ডোবায় পরিণত হচ্ছে। এতে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সুশান্ত সাহা বলেন, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখব। পরিবেশ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক খালেদ হোসেন বলেন, যেকোনো ভূমির শ্রেণি পরিবর্তনের জন্য অনুমতি লাগবে। জলাশয় ভরাটের বিষয়টির খবর নেব। সরাইলের ইউএনও আরিফুল হক মৃদুল বলেন, বিষয়টি আমাদের জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭
- আখাউড়ায় বিজয় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২
- রশিদপুরের পুরনো কূপ থেকে নতুন করে গ্যাস সঞ্চালন শুরু
- শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
- সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
- খোলাহাটীতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবিতে মানববন্ধন
- নওগাঁয় গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
- যে পাঁচ কারণে জেন-জি আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয় নেপাল
- নেপালে লুট করা জিনিস বেচাকেনার বিরুদ্ধে সতর্কতা জারি
- রাকসু নির্বাচনে একাডেমিক ও দাফতরিক কার্যক্রম দু’দিন বন্ধ
- আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না : ইলিয়াস
- আরাকান আর্মির কাছে বন্দি ১০৪ জন জেলে: বিজিবি সেক্টর কমান্ডার
- বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, স্নিগ্ধ বেকারিকে জরিমানা
- কুমিল্লা নগরীতে ভুতুড়ে বিলে দিশেহারা গ্রাহক
- স্ত্রীর পদবি গ্রহণ করতে পারবেন দক্ষিণ আফ্রিকার পুরুষরা
- ফাজিল স্নাতকের ফল প্রকাশ, পাশের হার ৯৫.০৫
- বগুড়ায় টাইফয়েড টিকার সমন্বয় সভা
- শেরপুরের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
ফসলি জমি থেকে বালু তোলার হিড়িক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর