কুমিল্লার চান্দিনা বাজারের সোনা ব্যবসায়ী মহাদেব চন্দ্র দেবনাথ গত ১ নভেম্বর সন্ধ্যায় তাঁতী বাজারে সোনা বিক্রি করে সায়েদাবাদ জনপথ মোড় থেকে বাসে উঠেন। তাদের বহনকারী বাসটি সন্ধ্যা ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন বাউশিয়া এলাকায় পৌঁছলে গতিরোধ করে একটি মাইক্রোবাস। মাইক্রোবাস থেকে নেমে গায়ে ডিবি পুলিশের পোশাক ও হাতে ওয়াকিটকি নিয়ে বাসে উঠেন ৮-১০ জন। তারা ব্যবসায়ী মহাদেব চন্দ্র ও তার সঙ্গে থাকা কর্মচারী টুটুলকে বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তোলেন। মাইক্রো-বাসটি দাউদকান্দির গোমতী সেতু অতিক্রম করে শহীদ নগর এলাকার নির্জন স্থানে নামিয়ে দেয় টুটুলকে। সামনে ইউটার্ন নিয়ে আবারও ঢাকামুখী হয় মাইক্রোবাসটি। দাউদকান্দি টোল প্লাজা অতিক্রম করে ব্যবসায়ী মহাদেব চন্দ্রের চোখ বেঁধে সঙ্গে থাকা ৩৫ লাখ ২৯ হাজার টাকা লুটে নেয়। বাউশিয়ার ঘটনাস্থলের ঠিক বিপরীত পাশে মাইক্রোবাস থামিয়ে তাকে ফেলে দেওয়া হয়। পরদিন মুন্সীগঞ্জের গজারিয়া থানায় গিয়ে অভিযোগ করেন। মহাদেব জানান, অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে দাউদকান্দি টোল প্লাজায় গিয়ে ভিডিও ফুটেজ দেখেন। পরে গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন এবং উপ-পরিদর্শক নূরুল হুদা বলেন, ঘটনার ক্লু পাওয়া গেছে। আপনারা এখন চলে যান, খবর দিলে আসবেন।’ ৩ নভেম্বর যাওয়ার পর ‘কাল’ আসবেন বলে জানান। পরদিন গেলে একই কথা বলেন। ঘটনার প্রায় দুই সপ্তাহ পার হলেও আইনি সহায়তা না পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন ওই ব্যবসায়ী। গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন জানান, ঘটনাটি তদন্ত করেছি। কর্মচারীর কোনো যোগসাজশ আছে কিনা খতিয়ে দেখতে হবে।
শিরোনাম
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
- রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
- শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : দুলু
- গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
- অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচন ব্যাহত হওয়ার পরিবেশ সৃষ্টি করছে : মির্জা ফখরুল
- সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ
- আমজনতার দলকে নিবন্ধন দিলে গণতন্ত্র শক্তিশালী হবে : নাছির
- শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
দুই সপ্তাহেও মামলা নেয়নি পুলিশ
সোনা ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা লুট
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর