কুমিল্লার চান্দিনা বাজারের সোনা ব্যবসায়ী মহাদেব চন্দ্র দেবনাথ গত ১ নভেম্বর সন্ধ্যায় তাঁতী বাজারে সোনা বিক্রি করে সায়েদাবাদ জনপথ মোড় থেকে বাসে উঠেন। তাদের বহনকারী বাসটি সন্ধ্যা ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন বাউশিয়া এলাকায় পৌঁছলে গতিরোধ করে একটি মাইক্রোবাস। মাইক্রোবাস থেকে নেমে গায়ে ডিবি পুলিশের পোশাক ও হাতে ওয়াকিটকি নিয়ে বাসে উঠেন ৮-১০ জন। তারা ব্যবসায়ী মহাদেব চন্দ্র ও তার সঙ্গে থাকা কর্মচারী টুটুলকে বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তোলেন। মাইক্রো-বাসটি দাউদকান্দির গোমতী সেতু অতিক্রম করে শহীদ নগর এলাকার নির্জন স্থানে নামিয়ে দেয় টুটুলকে। সামনে ইউটার্ন নিয়ে আবারও ঢাকামুখী হয় মাইক্রোবাসটি। দাউদকান্দি টোল প্লাজা অতিক্রম করে ব্যবসায়ী মহাদেব চন্দ্রের চোখ বেঁধে সঙ্গে থাকা ৩৫ লাখ ২৯ হাজার টাকা লুটে নেয়। বাউশিয়ার ঘটনাস্থলের ঠিক বিপরীত পাশে মাইক্রোবাস থামিয়ে তাকে ফেলে দেওয়া হয়। পরদিন মুন্সীগঞ্জের গজারিয়া থানায় গিয়ে অভিযোগ করেন। মহাদেব জানান, অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে দাউদকান্দি টোল প্লাজায় গিয়ে ভিডিও ফুটেজ দেখেন। পরে গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন এবং উপ-পরিদর্শক নূরুল হুদা বলেন, ঘটনার ক্লু পাওয়া গেছে। আপনারা এখন চলে যান, খবর দিলে আসবেন।’ ৩ নভেম্বর যাওয়ার পর ‘কাল’ আসবেন বলে জানান। পরদিন গেলে একই কথা বলেন। ঘটনার প্রায় দুই সপ্তাহ পার হলেও আইনি সহায়তা না পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন ওই ব্যবসায়ী। গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন জানান, ঘটনাটি তদন্ত করেছি। কর্মচারীর কোনো যোগসাজশ আছে কিনা খতিয়ে দেখতে হবে।
শিরোনাম
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে