কুমিল্লার চান্দিনা বাজারের সোনা ব্যবসায়ী মহাদেব চন্দ্র দেবনাথ গত ১ নভেম্বর সন্ধ্যায় তাঁতী বাজারে সোনা বিক্রি করে সায়েদাবাদ জনপথ মোড় থেকে বাসে উঠেন। তাদের বহনকারী বাসটি সন্ধ্যা ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন বাউশিয়া এলাকায় পৌঁছলে গতিরোধ করে একটি মাইক্রোবাস। মাইক্রোবাস থেকে নেমে গায়ে ডিবি পুলিশের পোশাক ও হাতে ওয়াকিটকি নিয়ে বাসে উঠেন ৮-১০ জন। তারা ব্যবসায়ী মহাদেব চন্দ্র ও তার সঙ্গে থাকা কর্মচারী টুটুলকে বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তোলেন। মাইক্রো-বাসটি দাউদকান্দির গোমতী সেতু অতিক্রম করে শহীদ নগর এলাকার নির্জন স্থানে নামিয়ে দেয় টুটুলকে। সামনে ইউটার্ন নিয়ে আবারও ঢাকামুখী হয় মাইক্রোবাসটি। দাউদকান্দি টোল প্লাজা অতিক্রম করে ব্যবসায়ী মহাদেব চন্দ্রের চোখ বেঁধে সঙ্গে থাকা ৩৫ লাখ ২৯ হাজার টাকা লুটে নেয়। বাউশিয়ার ঘটনাস্থলের ঠিক বিপরীত পাশে মাইক্রোবাস থামিয়ে তাকে ফেলে দেওয়া হয়। পরদিন মুন্সীগঞ্জের গজারিয়া থানায় গিয়ে অভিযোগ করেন। মহাদেব জানান, অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে দাউদকান্দি টোল প্লাজায় গিয়ে ভিডিও ফুটেজ দেখেন। পরে গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন এবং উপ-পরিদর্শক নূরুল হুদা বলেন, ঘটনার ক্লু পাওয়া গেছে। আপনারা এখন চলে যান, খবর দিলে আসবেন।’ ৩ নভেম্বর যাওয়ার পর ‘কাল’ আসবেন বলে জানান। পরদিন গেলে একই কথা বলেন। ঘটনার প্রায় দুই সপ্তাহ পার হলেও আইনি সহায়তা না পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন ওই ব্যবসায়ী। গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন জানান, ঘটনাটি তদন্ত করেছি। কর্মচারীর কোনো যোগসাজশ আছে কিনা খতিয়ে দেখতে হবে।
শিরোনাম
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত