শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মন্দিরের দানবাক্সের টাকা লুট

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে ২০০ বছরের পুরনো এক মন্দিরের দানবাক্সের টাকা লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে লালমনিরহাট সদর উপজেলার গোকন্ডা ইউনিয়নের তিস্তা বাজার এলাকায় সার্বজনীন এক মন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা। স্থানীয়রা জানান, সকালে জানতে পারি মন্দিরে ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। দীর্ঘ দিনের প্রাচীন এ মন্দিরে ত্রিশুল ভাঙচুর করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। তিস্তা বাজার সার্বজনীন মন্দিরের সভাপতি সুরেন্দ্র প্রসাদ গুপ্ত বলেন, মন্দিরের কিছু অংশ ভাঙচুর করা হয়েছে, দানবাক্সের সব টাকা নিয়ে গেছে। গতকাল ভোরে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা জানি না। সিসিটিভি ফুটেজে ভাঙচুরের ফুটেজ রয়েছে। আমরা চাই অতি দ্রুত দোষীদের আইনের আওতায় এনে গ্রেফতার করা হোক।

সর্বশেষ খবর