গাইবান্ধায় ইয়াবাসহ জুঁই বেগম (৩৬) নামে এক নারীকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় ২৫২ পিস ইয়াবা জব্দ করা হয়। সোমবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের সদর উপজেলা রোডের দক্ষিণ বানিয়ারজান এলাকার একটি বাসাতে অভিযান চালিয়ে ওইসব ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক জুঁই বেগম ওই এলাকার মেরাজ আলির স্ত্রী।
যৌথবাহিনী সূত্র জানায়, পৌর শহরের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ বানিয়ারজান এলাকার মেরাজ আলির বাড়িতে নিয়মিত মাদক বেচাকেনা হয়। এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ি তল্লাশি করে ২৫২ পিস ইয়াবা জব্দসহ জুঁই বেগমকে আটক করা হয়। পরে ওই নারীকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, ওই নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ