সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে রাজবাড়ীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা যুবদলের আয়োজনে রাজবাড়ীর পান্না চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পান্না চত্ত্বর থেকে শুরু হয়ে পুলিশ সুপারের বাসভবনের সামনে দিয়ে বড়পুল এলাকা অতিক্রম করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল আনাম বকুল।
মিছিল শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে মো. খায়রুল আনাম বকুল বলেন, ‘সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে। আমাদের নেতা—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান—কয়েক মাস আগেই এ বিষয়ে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, অপরাধী যেই হোক, দল-মত নির্বিশেষে তাদের গ্রেফতার করতে হবে। রাজবাড়ীতেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’
বিক্ষোভ মিছিলে জেলার পাঁচটি উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/জামশেদ