রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নামছে না হাওরের পানি বীজতলা তৈরি নিয়ে শঙ্কা

হবিগঞ্জ প্রতিনিধি

নামছে না হাওরের পানি বীজতলা তৈরি নিয়ে শঙ্কা

হাওর এলাকায় পানিতে ডুবে আছে জমি। বোরোর বীজতলা তৈরি করতে পারছেন না কৃষক -বাংলাদেশ প্রতিদিন

হাওরবেষ্টিত জেলা হবিগঞ্জের বেশির ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। বছরজুড়ে কৃষিকাজে ব্যস্ত থাকেন এ জেলার কৃষক-কিষানি। এবারের চিত্র একটু ভিন্ন। বর্ষা মৌসুম শেষ হলেও ভাটি অঞ্চলগুলোর হাওর থেকে নামছে না পানি। এ কারণে আসন্ন মৌসুমে বোরো আবাদ নিয়ে শঙ্কায় আছেন কৃষক। তারা বলছেন, এখনই বীজতলা তৈরির উপযুক্ত সময়। হাওর থেকে পানি না নামায় বীজতলা তৈরি করতে পারছেন না তারা। যদিও উজান অংশের পানি কিছুটা কমায় সেখানকার কৃষক বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। কৃষকরা বলছেন, অন্য বছর এ সময়ে হাওর থেকে পানি নেমে যায়। এবার খুবই ধীর গতিতে পানি কমছে। নিম্ন এলাকার জমি এখনো শুকায়নি। জানা যায়, জেলার ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং, আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলার বেশিরভাগ হাওরে রয়েছে বর্ষার পানি। অগ্রহায়ণ মাসেও হাওর না শুকানোয় বীজতলা তৈরিতে বিঘ্ন ঘটছে। কৃষকদের শঙ্কা, যথাসময়ে বীজতলা তৈরি না করা গেলে সঠিক সময়ে বোরো ধানের চারা জমিতে রোপণ করা যাবে না। ফলে বৈশাখের ধান কাটা পিছিয়ে যেতে পারে। এতে আগাম বন্যায় ধান তলিয়ে যাওয়ারও আশঙ্কা থাকে। কৃষকদের অভিযোগ, এমনিতেই পলি পড়ে হাওরের বিভিন্ন অংশ ভরাট হয়ে গেছে। তারপর বাঁধ দিয়ে মাছ শিকার করছে কেউ কেউ। এ কারণে গতিপথ ঠিক না থাকায় হাওর থেকে পানি নামছে না। বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, বেশিরভাগ হাওরে এখনো পানি রয়েছে। যেসব এলাকায় পানি কমেছে সেখানে কৃষকরা জমির আইল তৈরি থেকে বীজ বপনের কাজ করছেন। জেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি বছর জেলায় ১ লাখ ২২ হাজার হেক্টর বোরো চাষাবাদের লক্ষ্য ধরা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বানিয়াচং উপজেলায়। বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের কৃষক হৃদয় শাহ বলেন, অগ্রহায়ণ মাসের শুরু থেকে বীজতলা তৈরিতে ব্যস্ত থাকেন কৃষকরা। হাওর থেকে পানি না নামায় এখন অলস সময় পার করছেন তারা। হবিগঞ্জ কৃষি অধিদফতরের উপ-পরিচালক নূরে আলম সিদ্দিকী বলেন, হাওর থেকে ধীরগতিতে পানি নামায় বীজতলা তৈরিতে কিছুটা সময় লাগছে। আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তারা সার্বক্ষণিক এ বিষয়ে কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পরামর্শ দিচ্ছেন।

সর্বশেষ খবর