রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

এক বছর ধরে ভাঙা সেতু

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

এক বছর ধরে ভাঙা সেতু

লেবুখালী ভাড়ানি খালের ভাঙা সেতু এক বছরেও সংস্কার হয়নি -বাংলাদেশ প্রতিদিন

দুমকি উপজেলার লেবুখালী ভাড়ানী খালের ওপর থাকা আয়রন ব্রিজটি এক বছর আগে ভেঙে পড়েছে। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষার্থী-শিক্ষকসহ এলাকাবাসী। জানা যায়, গত বছর একটি মালবাহী কার্গোর ধাক্কায় সেতুটির মাঝামাঝি ভেঙে খালে পড়ে যায়। এরপর থেকে দুই পারের বাসিন্দাসহ দুটি সরকারি প্রাথমিক ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সহজ ও দ্রুত পারাপার বন্ধ হয়ে যায়। এলাকাবাসীকে তিন কিলোমিটার ঘুরে বিকল্প পথে যাতায়ত করতে হচ্ছে। ভোগান্তি এড়াতে দ্রুত সেতুটি সংস্কার ও পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় ইউপি সদস্য আবদুস সালাম বলেন, সেতুটি ভেঙে সেখানে নতুন সেতু নির্মাণের কথা শুনেছি। এলজিইডির প্রধান কার্যালয়ে ইতোমধ্যে একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে বলে উপজেলা প্রকৌশলীর পক্ষ থেকে জানানো হয়েছে। কবে নাগাদ কাজ শুরু হবে তা বলতে পারছি না। দুমকির দায়িত্বরত উপজেলা প্রকৌশলী দিপুল চন্দ্র বিশ্বাস বলেন, সেতুটির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় স্কিম পাঠানো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর