শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

শিক্ষাবৃত্তি ও গুণীজন সংবর্ধনা

ভোলা প্রতিনিধি

ভোলা জেলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫৬২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং পাঁচজন গুণীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের এমপি তোফায়েল আহমেদ। ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে ৫৬২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ১৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি ও সনদ তুলে দেওয়া হয়। গুণী ব্যক্তিত্বরা হলেন- অধ্যাপক কামরুল আলম, সহযোগী অধ্যাপক ওলাভ মুরলিংক, অধ্যাপক ফিরোজ আলম, প্রফেসর মাসুদ ঈসা ও ফিদা হক।

সর্বশেষ খবর