শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

চাঁপাইয়ে বেড়েছে লেপ তোশকের চাহিদা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে লেপ-তোশকের চাহিদা। বছরের অন্য সময়ের তুলনায় বর্তমানে ভিড় বাড়ছে লেপ-তোশক তৈরির কারিগরের দোকানে। সেই সঙ্গে ধুনকরদের তুলাধোনা ও লেপ তৈরির কাজে এলাকায় কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন স্থানে লেপ-তোশক তৈরির দোকানে দেখা যায়, মালিক-শ্রমিকরা লেপ-তোশক তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। ক্রেতারা দোকানে লেপ-তোশকের অর্ডার করেছেন।

দোকান কর্মচারী ও মালিকরা জানান, এ বছর তুলার দাম বাড়ায় মজুরিও বেড়েছে। কার্পাস/বাঙ্গা তুলা দিয়ে লেপের খরচ পড়ছে ১৫০০ থেকে ১৮০০ টাকা। আর তার চেয়েও ভালো লেপ তৈরি করতে খরচ পড়ছে ২০০০-২২০০ টাকা। লেপ-তোষক দোকানের মালিক ওয়াহেদুর রহমান জানান, প্রতিটি ৪-৫ হাত লেপ-তোষক বানাতে সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকা মজুরি হিসেবে নেওয়া হয়। একজন কারিগর ভালো করে তৈরি করলে দিনে দুটি লেপ তৈরি করতে পারে। এবার কার্পাস তুলার দাম বেড়ে গেছে, সেসঙ্গে গজপ্রতি ৬-৭ টাকা কাপড়ের দাম বাড়ায় লেপ তৈরিতে খরচ কিছুটা বেশি নেওয়া হচ্ছে। লেপ-তোষক তৈরির কারিগর লিটন ও সজিব জানান, শীত আসার পর থেকে তাদের কর্ম ব্যস্ততা বেড়েছে। ক্রেতারা লেপ বানাতে কমবেশি প্রতিদিনই আসছেন। সময়মতো লেপ-তোষক ডেলিভারি দেওয়ার জন্য তারা ব্যস্ত সময় পার করছেন।

সর্বশেষ খবর