মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

৩ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে প্রায় ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসারের নেতৃত্বে গতকাল এ অভিযান চালানো হয়। এ সময় তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাশাপাশি নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিতাস কর্তৃপক্ষ জানায়, এক যুগ ধরে নরসিংদীর মাধবদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে তিনটি পয়েন্ট ব্যবহার করে বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার হচ্ছিল। একাধিকবার এসব সংযোগ বন্ধ করা হলে কিছুদিন পর পুনরায় চালু হয়েছে। এবার স্থায়ীভাবে সংযোগ বিচ্ছিন্নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে যেসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে সেগুলোর জন্য প্রতি মাসে অন্তত ৩ কোটি টাকার গ্যাস সাশ্রয় হবে তিতাস কর্তৃপক্ষের। অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে এখানকার শিল্পকারখানাগুলো পর্যাপ্ত গ্যাস পাবে।

 

সর্বশেষ খবর