মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

৭৫০০ কৃষক পেলেন সার ও বীজ

মাগুরা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলার ৭ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো হাইব্রিড ও উফশী ধানের বীজ এবং সার বিতরণ করা হয়। গতকাল দুপুরে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এক অনুষ্ঠানে এগুলো বিতরণ করা হয়। সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে গতকাল এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান। উপস্থিত ছিলেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ। কৃষকদের মধ্যে ৪ হাজার ৫০০ জনের প্রত্যেককে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি এবং পাঁচ কেজি উফশী ধানের বীজ এবং ৩ হাজার কৃষকের প্রত্যেককে দুই কেজি করে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর