বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

নীলফামারীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

উৎসবমুখর পরিবেশে নীলফামারীর ডোমার উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা। উপজেলার বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে গতকাল এ প্রতিযোগিতা দেখতে নানা বয়সের মানুষ ভিড় করেন। নীলফামারী ছাড়াও পঞ্চগড়, দিনাজপুর, বগুড়াসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে সুদর্শন ঘোড়া বিভিন্ন বিভাগে খেলায় অংশ নেন। আবদুল্লাহহেল কাফির সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খেলা দেখতে আসা সামিউল আরেফিন হৃদয় বলেন, আমাদের ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যেতে বসেছে। এসব খেলার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন। খেলা দেখতে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। আমার খুব ভালো লেগেছে। প্রতি বছর ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজনের চেষ্টা করব। ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও মানুষকে বিনোদন দেওয়ার জন্য প্রতি বছর এ ঘোড়া দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়। আশপাশের এলাকা থেকেও অনেক মানুষ এসেছেন।

সর্বশেষ খবর