সারা দেশে নানা আয়োজনে গতকাল উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন সর্মসূচি পালন করেছে। এর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া। প্রতিনিধিদের খবর- ব্রাহ্মণবাড়িয়া : জেলা শহরের ফারুকী পার্ক স্মৃতিসৌধ চত্বরে দিনের কর্মসূচি শুরু হয়। পরে স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় এমপি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। এরপর জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কুমিল্লা : টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারে এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আবদুল মান্নানসহ প্রশাসনের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা প্রশাসনের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের হয়। দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপি। প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি। মানিকগঞ্জ : সকালে জেলা আওয়ামী লীগ বিজয় র্যালি বের করে। পরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের নেতারা। অন্যদিকে জেলা বিএনপির নেতৃত্বে বিজয় র্যালি শেষে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। গাজীপুর : ভাওয়াল রাজবাড়ী মাঠ-সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি এবং জেলা প্রশাসক। এরপর বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদ বরকত স্টেডিয়ামে হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে। মাগুরা : শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর, সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা প্রশাসক আবু নাসের বেগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি দফতর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। শেরপুর : শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করা হয় দোয়া। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের দেওয়া হয় সংবর্ধনা। রাজবাড়ী : জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। এর আগে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সংগঠনের নেতারা। টাঙ্গাইল : শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার। এরপর শহীদ স্মৃতি পৌরউদ্যানে শ্রদ্ধাঞ্জলি জানানো শেষে বিশেষ মোনাজাত করা হয়। বিকালে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে হয় আলোচনা সভা।
শিরোনাম
- আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল
- নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের আত্মপ্রকাশ
- জমি নিয়ে বিরোধে শিশুকে নির্যাতনের অভিযোগ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ
- কানাডায় হামের প্রাদুর্ভাব
- সিরাজগঞ্জে হামলায় বৈষম্যবিরোধীর ৩ প্রতিনিধি আহত
- তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কবে জানাল আবহাওয়া অফিস
- পাকিস্তানের ঋণ সহায়তা আজ পর্যালোচনা করবে আইএমএফ
- শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার
- যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন : ডা. জাহিদ
- সাতক্ষীরার সীমান্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সতর্ক বিজিবি
- ‘জুলাই স্পিরিটের’ সাথে প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : শিবির সভাপতি
- আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানাল সরকার
- গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
সারা দেশে বিজয়ের বর্ণাঢ্য উদযাপন
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম