শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

তিন জেলায় সড়কে নিহত দুই, আহত ২০

প্রতিদিন ডেস্ক

তিন জেলায় সড়কে নিহত দুই, আহত ২০

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া পঞ্চগড়ে দুই বাসের সংঘর্ষে নারী ও শিশুসহ আহত হয়েছেন ২০ জন। প্রতিনিধিদের পাঠানো খবর-

শরীয়তপুর : ডামুড্যায় বিজয় দিবসের র‌্যালিতে থাকা ইজিবাইক ধাক্কায় লামিয়া (৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। সকালে চরভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। লামিয়া ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং চরভয়রা এলাকার স্বপন মাঝির মেয়ে। 

ব্রাহ্মণবাড়িয়া : সরাইলে অজ্ঞাত এক গাড়ির চাপায় আশিষ চন্দ্র দাস (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশিষ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বড় ধীতপুর গ্রামের শচীন্দ্র চন্দ্র দাসের ছেলে।

পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষ নারী ও শিশুসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। সকাল সোয়া ৭টার দিকে উপজেলার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের সাড়ে নয়মাইল ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা পঞ্চগড় ছাড়াও গাইবান্ধা ও রাজশাহী জেলার বাসিন্দা। আহতদের মধ্যে চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর