নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় গতকাল মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির দিয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, শিশু-কিশোরদের সমাবেশ, কুচকাওয়াজ ও আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন করা হয়। এছাড়া সব সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলনসহ প্রত্যুষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বগুড়া : শহরের মুক্তির ফুলবাড়ি শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ। পরে ৮টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসক আয়োজিত আনুষ্ঠানে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে শিশু চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও বীরঙ্গনাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
লালমনিরহাট : দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে জেলা কালেক্টরেট স্কুল মাঠে এক অনুষ্ঠানে লালমনিরহাটে মহান বিজয় দিবস উপলক্ষে ৩ জন নারী বীর মুক্তিযোদ্ধা (বীরঙ্গনা) ও দুই শহীদ পরিবারের সদস্যকে সংবর্ধনা দিয়েছে জেলা মহিলা ক্রীড়া সংস্থা। সংবর্ধিত নারী বীর মুক্তিযোদ্ধা হলেন সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গ্যানো বালা, রেজিয়া বেওয়া ও পৌরসভার সাহেব পাড়া এলাকার সেফালী রানী।
জয়পুরহাট : জেলা প্রশাসনের আয়োজনে ও জয়পুরহাট পৌরসভার সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। পৌর কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। বক্তৃতা করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম প্রমুখ।
নীলফামারী : সকালে শহরের স্বাধীনতা স্মৃতি স্তম্ভে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ : জেলা স্টেডিয়ামে বিভিন্ন সংগঠনের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন তাদের শারীরিক কসরত প্রদর্শিত করে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
হিলি (দিনাজপুর) : মহান বিজয় দিবস উপলক্ষে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।