শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির

হিলি প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। গতকাল সকালে সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট  গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে এই মিষ্টি বিনিময় হয়। বিজিবির পক্ষ থেকে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব রহমান ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুরেশ চন্দ্রের হাতে মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব রহমান জানান,  এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর