সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বিএনপি-জামায়াতের ১৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি ও জামায়াতের ১৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল দুপুরে রায়পুর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। উপজেলার বামনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. তাজুল ইসলাম (৪২) বাদী হয়ে এ মামলাটি করেন। জানা যায়, ১৬ ডিসেম্বর রাতের প্রথম প্রহরে বামনী ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও হামলা চালায় মুখোশপরা অজ্ঞাত দুর্বৃত্তরা। এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলা হয়। পরে বিক্ষোভ মিছিল করে দলটির বিক্ষুব্ধ নেতা-কর্মী ও সমর্থকরা। তাৎক্ষণিক ঘটনাস্থলে যান রায়পুরের ইউএনও অঞ্জন দাশ ও রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া। পরে মামলায় আসামি করা হয়েছে জাহাঙ্গীর কবির ভূঁইয়া, হিমেল খান হিমু, সফিকুর রহমান ভূঁইয়া, সফিকুল আলম আলমাস, শাহরিয়ার ফয়সাল, ওসমান, ফাহিম, রফিকুল হায়দার শান্ত, জুয়েল ও জামায়াত নেতা ইউসুফ পাটওয়ারী এবং অজ্ঞাত ১৪০-১৪৫ জন।

সর্বশেষ খবর